নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে সদ্য লেনদেনে আসা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেনের প্রথমদিনই তিন রেকর্ড গড়েছে। রেকর্ড ৩টি হলো-সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ধাপে লেনদেন, সামান্য শেয়ার লেনদেন এবং সর্বোচ্চ দর বৃদ্ধি।
প্রথমত, আজ ছিল পুঁজিবাজারে কোম্পানিটির প্রথম আবির্ভাব। আবির্ভাবের দিনেই কোম্পানিটির প্রথম লেনদেন ও শেষ লেনদেন হয়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে। যা এর আগে কোন আপিও কোম্পানির ক্ষেত্রে ঘটেনি। আজ লেনদেনের শুরুতে কোম্পানিটির ৩৭৩ টাকা করে ২ হাজার ১১০টি শেয়ার কেনার প্রস্তাব আসে। কিন্তু এ দামে কেউ শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় দফায় দফায় ক্রেতারা দর বাড়াতে থাকে। এক পর্যায়ে দিনের সর্বোচ্চ দর ৩৭৮ টাকায় ২০টি শেয়ার লেনদেনের মাধ্যমে পুঁজিবাজারে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে একই দরে সব লেনদেন হয়েছে।
দ্বিতীয়ত, প্রথমদিনে ডিএসইতে কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র ৩৪৮টি শেয়ার। যা পুঁজিবাজারে নজিরবিহীন। এর আগে প্রথমদিনের লেনদেনে কোন আইপিও কোম্পানির এত অল্প শেয়ার লেনদেনের ঘটনা ঘটেনি।
তৃতীয়ত, প্রাথমিক গণপ্রস্তাবে কোম্পানিটি মাত্র ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার ইস্যু করেছে। কিন্তু প্রথমদিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কোম্পানিটির শেয়ার কেনার অফার ছিল ১ কোটি ১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ২টির। অর্থাৎ বাজারে কোম্পানিটির যে শেয়ার আছে তার প্রায় চারগুণ বেশি শেয়ার কেনার প্রস্তাব ছিল বিনিয়োগকারীদের। যা অতীতে কোন আইপিও কোম্পানির ক্ষেত্রে ঘটেনি।