নিজস্ব প্রতিবেদক: আইসিসির অলরাউন্ডার র্যাংকিং-এ আবারো ১ নম্বরে ফিরলেন দীর্ঘ ১ বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের পর আইসিসি যে হালনাগদ করা অলরাউন্ডার র্যাংকিং প্রকাশ করে তাতে সাকিব আল হাসান ৩৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন।
এরআগে, গত ২৯ অক্টোবর থেকে সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞামুক্ত হলেন বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান।
আজ (বুধবার) দুপুরে সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি।
তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবুয়ে শন উইলিয়ামস।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। কিন্তু এর মধ্যে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে আইসিসি। সাকিবের অপরাধ ছিল, তিন বার বাজিকরের কাছ থেকে প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে জানাননি তিনি। সেই অপরাধে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে বাহিরে থাকেন সাকিব। তবে সাকিবের এ শাস্তিকে আইসিসির বাড়াবাড়ি হিসেবেই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।