নিজস্ব প্রতিবেদক: কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী স্কলার ও চিন্তাবিদ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। শনিবার ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি জানান, তার জানাজা শনিবার বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন।
মাওলানা গোলাম সরোয়ার সাঈদী উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ও ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর তার আলোচনা ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করে।