নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৪১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ২৫ লাখ ৩৯ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪০ লাখ টাকা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩০ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ১১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, পাইওনিয়র ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।