ঢাকা, মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
উত্তরা ফাইন্যান্সে বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত ইন্সুরেন্স কোম্পানিগুলোকে মূলধন সংরক্ষণ আইন পরিপালনের নির্দেশনা লেনদেনের শীর্ষ রয়েছে যেসব কোম্পান ১৪ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা পেনিনসুলার ক্যাটাগরি পরিবর্তন দর পতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি দর বৃ্দ্ধির শীর্ষে রয়েছে যেসব কোম্পানি উত্তরা ফাইন্যান্সকে ৫ লাখ টাকা জরিমানা এনার্জিপ্যাকের প্রথম প্রান্তিক প্রকাশ সূচক ও লেনদেনে বড় পতন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

ব্ল্যাক হোল কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখছে পুঁজিবাজার

মরতুজা মিশু:২০২০ সাল একটি কালো বছর যা মানুষের ব্যাক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কমবেশি ভুগিয়ে যাচ্ছে। যেহেতু বাজার নিয়ে লিখবো তাই ব্যক্তিগত জীবন টানলাম না। ২০১৯ শেষ করে নতুন বছর আসলেই পুঁজিবাজারের বিনিয়োগকারীরা নতুন করে স্বপ্ন দেখে শুরু করে এই বছর হয়তো ঘুরে যাবে আমাদের বাজার। কিন্তু বিধিবাম ক্ষত কে বিক্ষত করে চলতে থাকে সেই নোংরা খেলা। ডাবল ডিক্লাইন মেথডে হারাতে থাকে সূচক যাহয়ে উঠে বিনোয়োগকারীদের জীবনের হুমকি ও সরকারের মাথা ব্যাথার কারন। তাই প্রধানমন্ত্রীর সরাসরী হস্তক্ষেপে ১৯মার্চ ২০২০ তারিখে আরোপ করা হয় ফ্লোর প্রাইস। এবার বিনোয়োগকারীরা অন্তত এতটুকু আশ্বস্থ হলো যে অন্তত আর কমার সুযোগ নেই তাদের পুঁজি। তবে ফ্লোর আরোপে লেনদেন কমতে কমতে এক পর্যায়ে ডিএসইতে লেনদেন নেমে আসে ১০০ কোটি টাকার নিচে। যা সত্যি বিনোয়োগকারীদের পাশাপাশি ব্রোকারেজ হাউজের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায়। এরই মধ্যে বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত স্যার। নতুন করে তিনি আসিন হলেন স্বপ্ন দ্রষ্টার আসনে আর বিনোয়োগকারীরা স্বপ্ন দেখা শুরু করলো।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত স্যার এর যুগান্তকারী পদক্ষেপগুলো কি কি ছিলো?
শিবলী রুবাইয়াত স্যার দায়িত্ব নেওয়ার পরপরই পৃথিবী জুড়ে নেমে এলো মরণঘাতী করোনা ভাইরাস। এর পর টানা সাধারন ছুটিতে দীর্ঘদিন বন্ধ ছিলো বাজার। সাধারন ছুটি শেষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন একা। বলতে গেলে ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ শুরু করলেন শিবলী স্যার। । তার আশেপাশে বাজার কলাকৌশলদের তেমন সহযোগিতা না থাকলেও তিনি থেমে থাকেন নি। নিরলস ভাবে ছুটির দিনেও অফিস করে গেছেন তিনি। তবে এত অল্পতেই তুষ্ট বিনিয়োগকাররা অন্তর থেকে দোয়া করতে থাকে তার জন্য। তার গৃহীত পদক্ষেপের কারনেই বাজারে ঝুঁকতে থাকে সাধারন বিনিয়োগকারীসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তার এসব পদক্ষেপের কারনে বাজারে সূচক বেড়েছে প্রায় ১৫০০ পয়েন্টের মতো আর লেনদেন ১০০০ কোটিটাকার গন্ডিকে অতিক্রম করে দীর্ঘ সময় টিকে ছিলো যা সত্যি প্রশংসার দাবীদার।
ডিরেক্টরদের ২/৩০ শেয়ার ধারনে বাধ্য করা হয়েছে। ইতোমধ্যেই বেশিরভাগ কোম্পানী ও ডিরেক্টর ২/৩০ এর কোটা পূরন করে ফেলেছে। আর ২/৩০ শেয়ারহোল্ডিং এর বর্ধিত সময় শেষ হচ্ছে ৩০ ই নভেম্বর। ইতোমধ্যে যারা ২/৩০ পূরন করতে ব্যার্থ হবে তাদের ডিরেক্টর বোর্ড ঢেলে সাজানোর হুশিয়ার দিয়েছেন শিবলী রুবাইয়াতুল ইসলাম।
লেনদেনের সময় বাড়ানো ছিলো আরেকটি সময়োপযোগী সিদ্ধান্ত যার ফলে টার্নওভার বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্য আরোপ করা হয়েছে প্রি-ট্রেড ও পোস্ট-ট্রেড সিস্টেম যা পুঁজিবাজার কে দিয়েছে বৈশ্বিক ছোঁয়া। এছাড়া পুঁজিবাজার কে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। সম্পূর্ন ট্রেড হবে সফটওয়্যার নির্ভর। ডিএসই ও সিএসই এর সফটওয়্যার এর পাশাপাশি থাকবে হাউজের নিজস্ব সফটওয়্যার যার মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই ঘরে বসে ট্রেড করতে পারবেন। এছাড়া সামনে তিনি বিও এবং ব্যাংক একাউন্ট কে সরাসরি এটাচমেন্ট দেওয়ার কথা ভাবছেন এতে করে হাউজ চাইলেই বিনিয়োগারীর উদ্বৃত্ত টাকা খাটিয়ে সুদ নিতে পারবে না বা টাকা মেরে দিতে পারবে না। তাছাড়া তিনি ডিভিডেন্ড ডিক্লারেশন এর ক্ষেত্র জবাবদিহিতা নিশ্চিত করেছেন। যার ফলে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এর মতো কোম্পানী ডিভিডেন্ড দিতে বাধ্য হয়েছে যা পুঁজিবাজারে নজিরবিহীন। এতোকিছুর পরও তিনি থেমে নেই। ক্যাটাগরি নির্ধারনে তিনি এনেছেন আমূল পরিবর্তন। গতবছর জেড এ গিয়েও সিস্টেমে পরিবর্তন এনে তিনি কিছু কোম্পানীকে পূর্ববর্তী ক্যাটাগরিতে ফিরিয়ে এনেছেন। তাছাড়া লিকুইডিটি বাড়ানের জন্য জেড ক্যাটাগরীর শেয়ার ১০ দিনের পরিবর্তে ৩ দিনেই ম্যাচিয়ুরড ঘোষনা করেছেন তিনি। এছাড়া তার একটি যুগান্তকারী পদক্ষেপ ছিলো মার্জিন ঋন বিতরনেরসীমা নির্ধারন করে দেওয়া। যার ফলে মার্জিন ঋন একটি ফিক্সড ছকে চলে এসেছে। এছাড়া ইতোমধ্যেই তিনি জেড ক্যাটাগরির জিলবাংলার ট্রেড সাসপেন্ড করেছিলেন কিছু দিনের জন্য আবার রহিমাফুড এর মতো ডি-লিস্টেড কোম্পানীকে বিনিয়োগকারীদের স্বার্থে ফিরিয়ে এনেছেন বাজারে। অাবার জিকিউ এর সিরিয়াল ট্রেডারদের এনেছেন নজরদারিতে। সব মিলিয়ে বলা চলে শিবলী স্যার সীমাবদ্ধতার মাঝেও মরা বাজারে কিছুটা হলেও প্রানের সঞ্চার করেছেন।
বিনিয়োগকারীদের চোখে শিবলী স্যারের দোষত্রুটি-
অতি কথন। শিবলী স্যার হয়তো বিনিয়োগকারীদের কাছাকাছি থেকে তাদের আশ্বস্থ করার জন্যই বিভিন্ন মিডিয়ায় লাইভে এসে কথা বলেন। তবে বিনিয়োগকারীরা এটা নেতিবাচক ভাবে নিচ্ছেন। কারন তিনি কথা বলতে গেলে উদাহরণস্বরূপ হয়তো কোন সেক্টর বা কোম্পানীর দোষগুণ বলতে হয়। সেক্ষেত্রে তার কথা বলার কারনে ঐ সেক্টর বা কোম্পানীর মূল্যে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে যেটা সাধারণ বিনিয়োগকারীদের অপছন্দ। তাদের মতে সিনিয়র সচিবের মর্যাদার শিবলী স্যার যেনো কোন সেক্টর বা কোম্পানী কে হাইলাইট না করে বরং সামগ্রিক বাজার উন্নয়নে কাজ করে।
ইন্স্যুরেন্স ও মিউচুয়াল ফান্ড এর অতি মাত্রায় উত্থান
না কি শিবলি স্যারের জন্যই। কতটুকু বাস্তবিক?
হ্যাঁ এটা সত্য যে শিবলি স্যার ইন্স্যুরেন্সের এর লোক। গতো দু্ই মাসে প্রতিটি ইন্স্যুরেন্সকমবেশি ২-৫ গুন হয়েছে। একটা হতে পারে সরকার চাচ্ছে ইন্স্যুরেন্স লাইমলাইটে আসুক। বাংলাদেশে পিছিয়ে থাকা ইনসুরেন্সে সেক্টর কে ডেলে সাজানোর উদ্যোগ। তাছাড়া ইন্স্যুরেন্স এর পেইড আপ ক্যাপিটাল বা শেয়ার সংখ্যা অন্য কোম্পানীর তুলনায় কম। ইন্সুরেন্স সেক্টর কে সেমি জাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। স্মার্ট মানির পাশাপাশি সাধারন বিনিয়োগকাররা গতো দু’মাস ইন্সুরেন্সে এ বেশি ছিলো। তবে শিবলী স্যার নিজেও ইন্সুরেন্স এর ভালো হওয়ার জায়গাগুলো তুলে ধরেছেন। তবে বেশিরভাগ বিনিয়োগকারীই ইনসুরেন্সে এর এই উত্থান কে ইতিবাচক ভাবে নিতে পারে নি৷ কারন ইন্সুরেন্স বাড়লে সূচক ও টার্নওভারে তেমন প্রভাব পড়ে না যেটা দীর্ঘমেয়াদী বাজার উন্নয়নের অন্তরায়।
সাম্প্রতিক মিউচুয়াল ফান্ড এর ব্যাপারে শিবলী স্যার বলেছিলেন যে মিউচুয়াল ফান্ড হবে এফডিআর এর অল্টারনেট সোর্স অফ ইনকাম। কারন ফিক্সড ৬-% সুদের কারনে এখন আর এফডিআর এ ভালো রিটার্ন পাওয়া পসিবল না যেটা কিনা মিউচুয়াল ফান্ডে বার্ষিক ৯-১২% রিটার্ন পাওয়া পসিবল। তার এই কথা কে কাজে লাগিয়ে মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতিটি এমএফ ৩০-৭০% দাম বেড়েছে যা অতিক্রম করেছে উক্ত কোম্পানির ন্যাভ কে যা কোন ভাবেই সুস্থ বাজারে কাম্য নয়।
অতিমাত্রায় আইপিও অনুমোদন বাজার ডেপ্থ অর্জনে এর অন্তরায়।
আমাদের বাজারে এখনো সেভাবে ডেপ্থ আসেনি যেখানে রবি সহ এতো বড় বড় কোম্পানি আসতে পারে। কারন আইপিও আবেদনকারীরা বেশিরভাগই মৌসুমি ব্যবসায়ী। তারা বাজারে আইপিও বিক্রি করেই লাভ নিয়ে কেটে পড়ে। তারা বেশিরভাগই সেকেন্ডারীতে বিনিয়োগ করে না। যার ফলে প্রতিটি আইপিও বাজারে আসলেই কোটি কোটি টাকা বাজার থেকে বেরিয়ে যায়। তাছাড়া প্রতিমাসে ২/৩ টি আইপিও আসার কারনে সবাই সেকেন্ডারী বাজার রেখে আইপিওতে মেতে উঠেছে। তাই বিনিয়োগকারীদের চাওয়া কিছুদিন যেনো আইপিও অনুমোদন বন্ধ রাখা হয়। এছাড়া আইপিও আবেদনের জন্য প্রতিটি বিও একাউন্টে নূন্যতম ৫০,০০০ টাকার সেকেন্ডারী বিনিয়োগ যেনো বাধ্যতামূলক করা হয় সেটা সেকেন্ডারি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের চাওয়া।
শিবলী স্যারের কাছে বিনিয়োগকারীদের চাওয়াগুলো হলো-
১. ফেইসভ্যালুর নিছে থাকা কোম্পানীগুলোর জন্য বাই-ব্যাক আইন করা।
২. কোম্পানী অডিটরদের একটা তালিকা করা যেনো কেম্পানীগুলো শুভঙ্করের ফাঁকি দিতে না পারে।
৩.ডিএসই এর ট্রেডিং সফটওয়ার কে বাজার বান্ধব করা। কারন ভলিয়ম বাড়লেই সফটওয়্যার ভিভ্রাট শুরু হয়।
৪. আইপিও অনুমোদন বন্ধ রাখা। আইপিও আবেদনের জন্য আবেদনকারীর বিওতে কমপক্ষে ৫০০০০ টাকার শেয়ার ধারনের বিধান জারি করা।
৫. বাজার উন্নয়নের জন্য আইসিবি কে পুনর্গঠন করা।
৬. বাজার উন্নয়নে ফান্ড গঠন করে বাজার কে সাপোর্ট দেওয়া।
৭. ফ্লোর ৭০০০ সূচক বা একটা নিদিষ্ট সময়ের আগে তোলা হবে না এটা নিয়ে একটা পরিপত্র প্রকাশ করা। এবং এটা নিয়ে বারবার নতুন ইস্যু বানানো পক্ষসমূহকে হুঁশিয়ারি দেওয়া।
পরিশেষে বলবো, আসুন রাতারাতি লাভ আশা না করে কালান্তিক রিটার্নে মনোযোগী হই। আশা করি আপনার প্রচেষ্টা বিফলে যাবে না।
শেয়ারনিউজ/ঢাকা, ২৮ নভেম্বর ২০২০

এ বিভাগের অন্যান্য সংবাদ

কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের নির্দেশ

মানুষ উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী

২০২২ সালের জুলাই পদ্মা সেতু নির্মাণ শেষ হবে: রাষ্ট্রপতি

ঢাকায় ৩০০ কেন্দ্র করে দেয়া হবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৯৭

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন: ৪২টিতে নৌকার জয়

রিফাত হত্যা : হাইকোর্টে সাজাপ্রাপ্ত ৩ আসামির জামিন

ফেব্রুয়ারিতে খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান

দেশের অর্থনীতি আরও গতিশীল হবে : অর্থমন্ত্রী

করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ৫৬৯

পরিবার নিয়ে দেখা যায় এমন সিনেমা তৈরি করুন: প্রধানমন্ত্রী

২৮ জেলায় নির্মিত হবে সিনেপ্লেক্স:তথ্যমন্ত্রী

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/27923/index.html
http://www.sharenews24.com/article/28162/index.html
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড
  • উত্তরা ফাইন্যান্সে বিশেষ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত
  • ভারতে টিকা নিয়ে অসুস্থ সাড়ে চারশ, মৃত্যু ১
  • ইন্সুরেন্স কোম্পানিগুলোকে মূলধন সংরক্ষণ আইন পরিপালনের নির্দেশনা
  • লেনদেনের শীর্ষ রয়েছে যেসব কোম্পান
  • ১৪ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • পেনিনসুলার ক্যাটাগরি পরিবর্তন
  • দর পতনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি
  • দর বৃ্দ্ধির শীর্ষে রয়েছে যেসব কোম্পানি
  • উত্তরা ফাইন্যান্সকে ৫ লাখ টাকা জরিমানা
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution