নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৩৬.৩৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইসির দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গেল সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে দুই কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার। সপ্তাহশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদবিস বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ৯.৯৩ শতাংশ বা ৪.৩০ টাকা বেড়ে থেকে সমাপনী দর দাঁড়িয়েছে ৪৭.৬০ টাকায়। ওইদিন কোম্পানিটির পাঁচ লাখ ৯০ হাজার ৭১২টি শেয়ার মোট ১৬৮ বারে হাতবদল হয়। যার বাজারদর ছিল দুই কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা থেকে ৫১.৮০ টাকা ওঠানামা করে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৩১ টাকা। আর শেয়ারপ্রতি ক্যাশ অর্থপ্রবাহ হয়েছে ৪.২৭ টাকা।
ইন্সুরেন্স খাতের কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটির মোট চার কোটি আট লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৫.৮০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১৩.২০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩১ শতাংশ শেয়ার।