নিজস্ব প্রতিবেদক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সহায়ক প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনসহ পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে।
রাজধানীর ওয়েস্টিনে আজ রোববার (৩০ নভেম্বর) রাতে মার্চেন্ট ব্যাংকটির উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল- ইসলাম।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নিবার্হী কর্মকর্তা(সিইও) তানজিম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক অধ্যাপক ডক্টর মো. জোনায়েদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শওকত জামিল।