নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। আজ ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৬০৮ বারে ৭ লাখ ৯৮ হাজার ১৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২.৫০ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস লিমিটেড, হামিদ ফেব্রিক্স, দ্যা পেনিনসুলা চিটাগং, এস. এস. স্টিল লিমিটেড, আমরা টেকনোলোজিস, কাসেম ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল ও ওয়ালটন হাইটেক।