নিজস্ব প্রতিবেদক: আগেরদিনের ধারাবাহিকতায় আজ ২ ডিসেম্বর, বুধবারও পুঁজিবাজারে উত্থান হয়েছে। উত্থানের প্রভাবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইস অতিক্রম করেছে ১২টি কোম্পানি। আগেরদিন (মঙ্গলবার) ফ্লোর প্রাইস অতিক্রম করেছিল ৫টি কোম্পানি। দুই দিনের চাঙ্গা বাজারে ফ্লোর প্রাইসে আটকে থাকা ৮৫টি কোম্পানির মধ্যে ফ্লোর প্রাইস অতিক্রম করেছে ১৭টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ফ্লোর প্রাইস অতিক্রম করার ১২ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে নাহি অ্যালুমিনিয়ামের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ লাখ ৫২ হাজার ১৭টি। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।
ফ্লোর প্রাইস অতিক্রম করার কোম্পানিগুলোর মধ্যে আজ লেনদেনে দ্বিতীয় কোম্পানি ছিল অরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮৭৯টি। যার বাজার দর ৫ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা।
ফ্লোর প্রাইস অতিক্রম করা ১৭ কোম্পানির ফ্লোর প্রাইজ ও আজকের (বুধবার) ক্লোজিং দর নিচে দেয়া হলো: