নিজস্ব প্রতিবেদক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ২১ জন প্রার্থীর মধ্যে ৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইর নিয়োগ সংক্রান্ত কমিটি ২১ জন প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ৫ জনকে বাছাই করেছে। এই ৫ জনকে সাক্ষাৎকারে ডাকা হবে।
ডিএসইর তথ্যমতে, নিয়োগ সংক্রান্ত এনআরসি কমিটি আগামী ১০ ডিসেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। এরপর ডিএসই পরিচালনা বোর্ড তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করবে। চূড়ান্ত মনোনয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তালিকা প্রেরণ করা হবে। বিএসইসি অনুমোদন দিলেই তাকে নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, ডিএসইর বর্তমান এমডি কাজী ছানাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর পদত্যাগ পত্র দাখিল করেন। ২১ অক্টোবর ডিএসইর পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করে। এরপরেই ডিএসইর এমডি পদে নিয়োগ প্রদানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হয়।