নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই কোম্পানির রেকর্ড লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেন হয়েছে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। কোম্পানি ২টি হলো-রিপাবলিক ইন্সুরেন্স ও আমান ফিড। কোম্পানি ২টি আজ ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে ২য় ও ৭ম স্থান দখল করে নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রিপাবলিক ইন্সুরেন্স লিমিটেড : আজ রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৬৪ লাখ ৩৩ হাজার ৯৮৪টি। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২২ অক্টোবর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৬২ লাখ ৯১ হাজার ১৮০টি। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯.৯৩ শতাংশ। এটি আজ ডিএসইর শীর্ষ দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে। দিনের মধ্যভাগে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল। আগেরদিন কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ৪৮.৩০ টাকা। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৫৩.১০ টাকায়।
২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ৭ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২.০২ টাকা। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন, ২০২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৯৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৫ টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি ইপিএস এখনো প্রকাশ করেনি। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী এর মূল্য আয় অনুপাত-পিই হলো ২৭.৩৭।
আমান ফিড লিমিটেড : আজ আমান ফিডের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৩৩৩টি। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ৩৩ লাখ ৩২ হাজার ৫৮০টি। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯.৭০ শতাংশ। দিনের মধ্য ভাগে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে হল্টেড ছিল। আজ কোম্পানিটিকে শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় ৭ম স্থানে এবং দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ৫ম স্থানে দেখা যায়। আজ শেয়ারটির ক্লোজিং প্রাইস হয়েছে ২৯.৪০ টাকায়। আগেরদিন ফ্লোর প্রাইসে ছিল ২৬.৮০ টাকা। ফ্লোর প্রাইস আরোপের পর গতকাল পর্যন্ত কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন ১ লাখ ১০ হাজারের নিচে ছিল। আজ কোম্পানিটির শেয়ার হঠাৎ ফ্লোর প্রাইস অতিক্রম করে বিশাল লেনদেন নিয়ে বিক্রেতাশুন্য থাকে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২.৭১ টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী এর মূল্য আয় অনুপাত-পিই হলো ১০.৮৫।