নিজস্ব প্রতিবেদক: বছরের দ্বিতীয় সপ্তাহ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৮টির বা ৪৬.১৫ শতাংশের শেয়ার দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিলবাংলা সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আগে জিলবাংলা সুগারের শেয়ার দর ছিল ১৯৯.৯০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৫৭.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪২.৮০ টাকা বা ২১.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।