ঢাকা, সোমবার, ৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/businessjournal.bd
সর্বশেষ সংবাদ
সুকুক বন্ড ইস্যুর জন্য বেক্সিমকো ও সিটি ক্যাপিটালের চুক্তি দেশের বীমা কোম্পানির বিনিয়োগ ছাড়াল ৪৮ হাজার কোটি টাকা সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ আইপিও ইস্যু নিয়ে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে সেমিনারে বসবে বিএসইসি রোববার ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি রোববার  লেনদেনের  শীর্ষে যেসব কোম্পানি রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি ডিভিডেন্ড প্রেরণ করেছে আনোয়ার গ্যালভানাইজিং পুঁজিবাজারে বড় উত্থান, লেনদেনেও উন্নতি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

চাল আমদানিতে বিলম্বের অভিযোগ, ব্যবসায়ীরা বলছেনএলসি’ জটিলতা

নিজস্ব প্রতিবেদক: চালের বাজারের লাগাম টেনে ধরতে বিদেশ থেকে ব্যবসায়ীদের হাজার হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু আমদানি প্রক্রিয়া শুরু করতে তাদের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ উঠেছে। চাল আমদানিতে সরকার শর্ত সাপেক্ষে সময় বেঁধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই চাল বাজারে আনতে পারেনি। ব্যবসায়ীদের বক্তব্য, রাজস্ব বোর্ডের কোড জটিলতায় এলসি ওপেনে দেরি হচ্ছে।


এদিকে বাজারে চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে আগামী বোরো ফসল ওঠা পর্যন্ত কমপক্ষে ১৫ লাখ টন চাল আমদানির দরকার হবে বলে সরকারের নীতি নির্ধারকরা জানিয়েছেন। তবে তারা এও বলছেন, আমদানি করা চাল ব্যাপক পরিমাণে বাজারে এলে দাম কমতে থাকবে।


খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি গুদামে খাদ্যশস্য মজুত আছে ৭ দশমিক ২১ লাখ মেট্রিক টন (গত ১৩ জানুয়ারি পর্যন্ত)। এর মধ্যে চাল ৫ দশমিক ৩৭ লাখ মেট্রিক টন এবং গম ১ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন। আর চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ গত ৪১ হাজার ৬২৪ মেট্রিক টন (১৪ জানুয়ারি পর্যন্ত)। এর মধ্যে ৩৭ হাজার ৯২৪ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ হাজার ৪৬৭ মেট্রিক টন আমন আতপ চাল এবং ৩ হাজার ৩৬১ মেট্রিক টন আমন ধান। এই পরিস্থিতিতে পরবর্তী ফসল (এপ্রিল- মে) অর্থাৎ বোরো ধানের চাল বাজারে না আসা পর্যন্ত আমদানির বিকল্প দেখছে না সরকার। সে লক্ষ্যে সরকারি বেসরকারি পর্যায়ে শুল্ক কমিয়ে দ্রুত চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।


জানা গেছে, গত ৩ থেকে ১০ জানুয়ারির মধ্যে আবেদন করা প্রায় তিনশ ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। পরিমাণ ভেদে পর্যায়ক্রমে তাদের এক মাসের মধ্যে চাল আমদানির শর্ত দেওয়া হয়। কিন্তু অনুমতি নিলেও বেশিরভাগ আমদানিকারক ঋণপত্র (এলসি) খোলাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেননি বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। আর টেন্ডারের মাধ্যমে যারা চাল দিচ্ছে তাদের পাশাপাশি অনেক আমদানিকারকের চাল হিলি স্থলবন্দরের কাছে সীমান্তে এসে রয়েছে।


আরও জানা গেছে, চাল আমদানির জন্য কাস্টমস ক্লিয়ারেন্সের একটা কোড থাকে। সেটাকে এসএস কোড বলে। যার মাধ্যমে ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করে চাল ছাড়াতে হয়। সেই কোড পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে।

যশোরের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি বলেন,
কাস্টমসের নিয়মের কারণে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সে সমস্যার সমাধান হচ্ছে। এতে চাল খালাসে আর অসুবিধা হবে না।’


তিনি আরও বলেন,আমি পাঁচ হাজার টন চাল আমদানির অনুমোদন পেয়েছি। আমরা সাধারণত আগে চাল কিনি, তারপর এলসি ওপেন করি। এতে বাজারে দ্রুত চাল পৌঁছানো যায়। সেই পরিপ্রেক্ষিতে ভারতের বাজার থেকে চাল কিনেছি ১০ দিন আগে। এখন দুয়েকদিনের মধ্যে এলসি খুলব। তবে ভারতের বাজারে হঠাৎ করে মোটা চালের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে লোকসান না হলেও লাভের মুখ দেখা যাবে না।’


বেসরকারি ব্যবসায়ীদের পাশাপাশি সরকার টেন্ডারের মাধ্যমে আড়াই লাখ টন চাল আনার যে উদ্যোগ নিয়েছে, সে প্রক্রিয়া এখনো চলছে। যদিও খাদ্য সচিব নাজমানারা খানুম বলেছেন,
আমদানি করা চাল দ্রুত বাজারে আসবে। সবাই মিলে কাজ করছেন। আমদানি করা চাল বাজারে এলে দাম আরও কমে যাবে।’


এদিকে সরকারি ও বেসসরকারি উভয় পর্যায়ে চাল আমদানির প্রক্রিয়া শুরু হলেও খুচরা বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি। ঢাকার বাজারগুলোতে মোটা চাল প্রতিকেজি ৪৪ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও ঢাকার বাইরে পাইকারি বাজারে কেজিপ্রতি এক থেকে দুই টাকা দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।


দেশের পাইকারি চালের প্রধান দুই এলাকা নওঁগা ও কুষ্টিয়ায় ধান এবং চালের সরবরাহ কমেছে। সেখানে বেচাকেনাও কম। নওগাঁ ও কুষ্টিয়া জেলার হাট ও মোকামগুলোয় প্রতি মণ মোটা চালের ধান ১ হাজার ৫০ টাকা থেকে ১১শ টাকায় বিক্রি হচ্ছে। তবে বুধবার (২০ জানুয়ারি) কুষ্টিয়ার বাজারে আটাশ চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪৬ থেকে ৪৭ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৫৭ টাকা, কাজল লতা ৫৩ টাকা থেকে ৫৫ টাকা, স্বর্ণা ৪১ টাকা, বাসমতি ৬২ টাকা এবং চিনিগুড়া চাল স্পেশাল ৮৮ ও নরমাল ৭০ টাকা। এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, ধানের দাম বাড়তি বলে চালের দাম কমছে না।


শেয়ারনিউজ; ২৩ জানুয়ারি ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ৪ নারী বিচারক

১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতিসংঘের প্রতিটি ভাষায় ৭ মার্চের ভাষণ প্রচার হচ্ছে: প্রধানমন্ত্রী

করোনায় ২৪ ঘন্টায় ১১ মৃত্যু, আক্রান্ত ৬০৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম

নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ ৫ জয়িতা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৫৪০

সেরা তিন নারী নেতার একজন শেখ হাসিনা

বাংলাদেশের সাফল্যের প্রশংসা করলেন ইতালির রাষ্ট্রপতি

৭ মার্চ সব থানায় আনন্দ আয়োজন করবে পুলিশ: আইজিপি

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

জাপান থেকে দেশের পথে মেট্রোরেলের প্রথম কোচ

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/31170/index.html
http://www.sharenews24.com
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • সুকুক বন্ড ইস্যুর জন্য বেক্সিমকো ও সিটি ক্যাপিটালের চুক্তি
  • তিস্তা নিয়ে কোন আপস হবে না: মমতা
  • দেশের বীমা কোম্পানির বিনিয়োগ ছাড়াল ৪৮ হাজার কোটি টাকা
  • সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ
  • আইপিও ইস্যু নিয়ে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে সেমিনারে বসবে বিএসইসি
  • রোববার ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • রোববার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
  • রোববার দর বৃদ্ধিরশীর্ষে যেসব কোম্পানি
  • ডিভিডেন্ড প্রেরণ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution