ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
https://www.facebook.com/groups/566587474262110/?ref=share
সর্বশেষ সংবাদ
ব্যাংকের পর আর্থিক খাতেও নগদ লভ্যাংশ ঘোষণায় নীতিমালা শাস্তির আওতায় ৩ ব্রোকারেজ হাউজ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিডার সঙ্গে বিবিএফের চুক্তি ইনডেক্স এগ্রোর আইপিও আবেদন শেষ হবে রোববার সোনালী লাইফের আইপিও আবেদনের সময় পরিবর্তন ব্লক মার্কেটে সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি বুধবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি বুধবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি ডিভিডেন্ড প্রেরণ করেছে শাহজিবাজার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • শেয়ারবাজার
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • প্রাইস সেন্সিটিভ
  • সম্পাদকীয়
প্রচ্ছদ » জাতীয়
Print

খোলা তেল বিক্রি বন্ধ করে পাউস প্যাক চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বাজারে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ হচ্ছে। যারা প্যাকেটজাত তেল কিনতে পারবেন না তাদের জন্য চালু হবে ২৫০ মিলিলিটার থেকে ৫০০ মিলিলিটারের পাউস প্যাক। করপোরেট গ্রাহকদের জন্য ১০ থেকে ১৫ লিটারের টিনে তেল বাজারজাত করতে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর নির্ধারিত দাম মিলগেটে যেন কমপক্ষে ১০ দিন অপরিবর্তিত থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।


রোববার বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্যতেল ব্যবসায়ীদের এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম উঠানামার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে তেলের সংকট দেখা দেওয়া ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ বৈঠক হয়েছে।


এক দশক আগেই আইন করে খোলা ভোজ্যতেল বিক্রি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় প্রচলিত ডিও (ডেলিভারি অর্ডার) প্রথাও বাতিল করে সরকার। তবে বাস্তবে তার কোনও প্রয়োগ না থাকায় এখনও বাজারে প্রায় তিন-চতুর্থাংশ ভোজ্যতেল খোলা সরবরাহ করছে কোম্পানিগুলো, যার মান ও দাম নিয়ন্ত্রণের কোন উপায় নেই সরকার ও কোম্পানিগুলোর হাতে।


রোববারের সভায় দেশের বাজারে ভোজ্যতেল সরবরাহে সংকট ও দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলগুলো মধ্যস্বত্বভোগী খোলা তেল ব্যবসায়ীদের ওপর দায় চাপায়। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা ও মান নিশ্চিত করতে খোলা তেল বিক্রি না করে বোতলজাত বা পলি প্যাকে বাজারজাত করতে কোম্পানিগুলোকে অনুরোধ করেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী বলেন, হাতবদল হওয়ার কারণে বাজারে যাতে তেলের দাম না বাড়ে, সেজন্য কোম্পানিগুলোকে খোলাতেল বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও বাজারের ৭০ থেকে ৭২ শতাংশ তেল খোলা বিক্রি হচ্ছে। এসব তেল বোতলজাত বা প্যাকেটে বিক্রি হলে তার গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকবে। তখন মধ্যস্বত্বভোগীরা দাম বাড়াতে পারবে না। এতে তেলের মানও নিশ্চিত করা সম্ভব হবে।


গত এক দশকেও আইন কার্যকর না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে খোলা তেলের ৭০ ভাগ বোতলজাত করে বিক্রির উদ্যোগ নেবে কোম্পানিগুলো।


সভায় ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থায় সমস্যা নিয়ে একটি প্রতিবেদন করেন ট্রেড ও ট্যারিফ কমিশনের প্রতিনিধি। তাতে বলা হয়েছে, খোলা ভোজ্যতেল সরবরাহের ক্ষেত্রে পরিশোধনকারী মিলগুলো ১৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা ৩ থেকে ৪ মাস সময় নেয়। এতে বাজারে বিশৃঙ্খলা দেখা দেয়। মিলগুলো তাদের উৎপাদন সক্ষমতার বেশি পরিমাণ সরবরাহ আদেশ ইস্যু করে, যা মূল্য বাড়ানোর সময় সরবরাহের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। মিলগুলোর সরবরাহ করা সাপ্লাই অর্ডার (এসও) হাত বদলের সুযোগ থাকায় সেকেন্ডারি বাজারে অতি মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কা থাকে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রবণতার সময় মিলগুলো আগে ইস্যু করা এসও'র বিপরীতে তেল সরবরাহ কমিয়ে পরে বেশি দামে ইস্যু করা এসও'র বিপরীতে সরবরাহ বাড়িয়ে দেয়। আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রবণতা থাকলে এসও মালিকরা তেল উত্তোলনে অনীহা দেখায়। এতে সরবরাহ লাইনে নেতিবাচক প্রভাব পড়ে। মিল মালিকরা রেগুলার এসও ইস্যু ছাড়াও অনেক সময় বিশেষ এসও ইস্যু করে, যা বাজারে সরবরাহ লাইনে সমস্যার সৃষ্টি করে।


মন্ত্রী বলেন, গতবছর জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতিটন ভোজ্যতেলের দাম ছিল ৭০০ ডলার। এটি বেড়ে এক সময় প্রায় এক হাজার ১৯০ ডলারে পৌঁছায়। এখন আবার দাম কমে ৭৪০ ডলারে এসেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম উঠানামার প্রভাব দেশের বাজারে পড়তে প্রায় তিন মাস সময় লাগে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এখন নির্ধারণ করা হচ্ছে না। কারণ, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজার কেমন হবে, তা অষ্পষ্ট। ভোজ্যতেলের দাম নির্ধারণে একটি কমিটি রয়েছে, তারা প্রতিমাসে আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করবে। সে অনুযায়ী মন্ত্রণালয় তেলের দাম নির্ধারণ করবে।


মন্ত্রী বলেন, ভোজ্যতেল কোম্পানিগুলোকে আমদানি ও বিপণন পর্যন্ত চার স্তরে ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর পরিশোধ করতে হয়। এতে কোম্পানিগুলোর সমস্যা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিঠি লিখে অনুরোধ করেছে রাজস্ব একবারে নেয়ার ব্যবস্থা করতে।


শেয়ারনিউজ; ২৪ জানুয়ারি ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

সাত কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার

৩০ পৌর নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪২৮

করোনার টিকা নিলেন শেখ রেহানা

বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

না ফেরার দেশে সৈয়দ আবুল মকসুদ

৭ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ

২৪ ঘন্টায় করোনায় প্রায় তিনগুণ মৃত্যু

বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি করতে পারবো: প্রধানমন্ত্রী

গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু’ পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানতে নারাজ সিইসি

চলতি বছরেই রেলে ১৫ হাজার নিয়োগ

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/article/31170/index.html
http://www.sharenews24.com
https://www.sharenews24.com/article/30386/index.html
http://www.sharenews24.com/
http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • ব্যাংকের পর আর্থিক খাতেও নগদ লভ্যাংশ ঘোষণায় নীতিমালা
  • শাস্তির আওতায় ৩ ব্রোকারেজ হাউজ
  • বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিডার সঙ্গে বিবিএফের চুক্তি
  • ইনডেক্স এগ্রোর আইপিও আবেদন শেষ হবে রোববার
  • সোনালী লাইফের আইপিও আবেদনের সময় পরিবর্তন
  • ব্লক মার্কেটে সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন
  • মধ্য আমেরিকায় ক্ষুধার্ত বাড়ছে হু হু করে: জাতিসংঘ
  • মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ভ্যাকসিন গ্রহণ, বাদ যাবে না প্রবাসীরাও
  • ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২
  • বুধবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক: হাসান কবির জনি
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। যোগাযোগ : ০১৭৪৫-৩৭৩৬৬৭। ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2021 Sharenews24.com. Developed by Green Tech Solution