নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৯টির বা ৬৩.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ১ টাকা ১০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে আসে।