ঢাকা, শুক্রবার, ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
স্মার্ট অর্থনীতির নিয়ামক হবে শেয়ারবাজার পাঁচ জীবন বিমা কোম্পানির চমক ডিভিডেন্ড পেলো তিন কোম্পানির বিনিয়োকারীরা এক নজরে দুই কোম্পানির ডিভিডেন্ড ‘জেড’গ্রুপের দুই কোম্পানির চমক বোর্ড সভার তারিখ জানিয়েছে পাঁচ কোম্পানি এক নজরে তিন কোম্পানির ইপিএস ছয় কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা সাপ্তাহিক লেনদেনে নতুন ৫ মার্কেট মুভার সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অন্যান্য
Print

বিনা পয়সায় খেতে পারে ছিন্নমূল মানুষেরা

নিজস্ব প্রতিবেদক: দারিদ্র্যের কাছে হেরে তৃতীয় শ্রেণিতেই ইতি টেনেছেন পড়াশোনার। এরপর কাজ শুরু করেছেন হোটেল বয় হিসেবে। অনেক লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করা সেই অভাবী মানুষটি এখন নওগাঁ শহরে দুটি হোটেলের মালিক। তার হোটেলে কর্মসংস্থান হয়েছে আরও ৩৫ জনের।


কিন্তু গরিব-দুঃখী মানুষকে বিনা পয়সায় খাবার খাওয়ানোর জন্য ইতোমধ্যে আজগর হোসেনের হোটেল দুটি
গরিবের হোটেল’ নামে পরিচিতি পেয়েছে। তার এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্ব মহলে।


নওগাঁ শহরের কোট চত্বরের সামনে হাজীর নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ-১ ও হাজীর নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ-২ নামের খাবার হোটেল দুটির মালিক আলী আজগর হোসেন (৫২)। পাশাপাশি অবস্থিত হোটেল দুটি নওগাঁবাসীর কাছে নজিপুর হোটেল নামে বেশি পরিচিত।


জানা যায়, প্রতি বৃহস্পতিবার দুপুর হলেই বিভিন্ন এলাকা থেকে ছিন্নমূল মানুষেরা এসে এই হোটেলে বসে পড়েন। শতাধিক দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ টেবিলে বসে এক বেলা খাবার খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন তারা। দেখে মনে হবে, কোনো আনন্দঘন অনুষ্ঠান। খাবারের জন্য নেই কোনো হুড়োহুড়ি বা কাড়াকাড়ি। যে যখন আসছেন বসে পড়ছেন। এভাবেই চলে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত।


যেসব মানুষের ভাগ্যে তিন বেলা ঠিকমতো খাবার জোটে না, তারা প্রতি সপ্তাহে এক বেলা এমন ভালো খাবার পেয়ে খুশি হন। বিনা পয়সায় পেট পুরে খাবার খেয়ে তৃপ্তি নিয়ে বাড়ি ফেরেন ছিন্নমূল এসব মানুষ।


সম্প্রতি এক বৃহস্পতিবার দুপুরের দিকে আজগর আলীর হোটেলে গিয়ে দেখা যায়, হোটেলের ভেতরে ও বাইরে রাস্তার পাশে চেয়ার-টেবিলে বসে খাবার খাচ্ছেন ৭০ থেকে ৮০ জন নারী-পুরুষ। সবাইকে খেতে দেওয়া হয়েছে। তাদের খাবারের মেন্যুতে ভাতের সঙ্গে ডিম, মাছ, মাংস, ডাল ও সবজি দেওয়া হয়েছে। সবাই তৃপ্তি নিয়ে খাচ্ছেন। মনে বোঝা যাচ্ছিল, না জানি কত দিনের অভুক্ত তারা।


খাবার খেতে আসা সত্তরোর্ধ্ব সামসুন্নাহার বলেন, আমার ছেলেরা আমার দেখাশোনা করে না। স্বামী মারা যাওয়ার পর ১০ থেকে ১২ বছর ধরে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাই। ভিক্ষা করে তিন বেলা ঠিকমতো খাবার জোটে না। মাছ-মাংস বছরে একবারও কেনার সামর্থ্য হয় না। আগে তো কোরবানির ঈদে এলে মাংস খাইতাম। কিন্তু এখন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এলে আমার কাছে তো ঈদের দিন মনে হয়। এখন প্রতি বৃহস্পতিবার এলে দূরে কোথাও না গিয়ে শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা করে দুপুরে নজিপুর হোটেলে এসে কোনো দিন মাংস ও কোনো দিন মাছ দিয়ে পেট ভরে ভাত খাই। খেতে কোনো টাকা লাগে না।


খাবার খেতে আসা প্রতিবন্ধী আব্বাস আলী বলেন, জন্মের পর থেকে আমার দুই পা অচল। কোর্ট এলাকায় বুক ও হাঁটুর ওপর ভর করে ভিক্ষা করে চলি। ভিক্ষার টাকায় কোনোমতে জীবন বাঁচাই। ভালো-মন্দ খাবার আশা করাই তো দোষের। সপ্তাহে এক দিন এখানে আসি একটু ভালো খাবারের আশায়। হাজী সাহেব আমাদের খাওয়ান। এর জন্য কোনো টাকা নেন না। আল্লাহ যেন তার ভালো নসিব করে।


এমন মহতী উদ্যোগের বিষয়ে কথা হয় হোটেল-মালিক আজগর হোসেনের সঙ্গে। তিনি বলেন, কোনো প্রচার-প্রচারণার উদ্দেশ্য নিয়ে নয়, নিজের অতীত কষ্টের কথা ভেবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন উদ্যোগ। এক যুগেরও বেশি সময় ধরে অভাবী ও দুঃখী মানুষদের মুখে এভাবে এক বেলা খাবার দিয়ে আসছি। আল্লাহ সামর্থ্য দিলে যত দিন বেঁচে থাকব, তত দিনই এমন মহৎ কাজ করে যেতে চাই আমি।


হোটেল বয় থেকে হোটেল-মালিক হওয়ার গল্প জানতে চাইলে আজগর হোসেন জানান, নাটোরের সিংড়া উপজেলার চক তাতার গ্রামে জন্ম তার। বাবা মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। অভাবের সংসারে শৈশব থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছেন আজগর। সন্তানের মুখে ঠিকমতো খাবার জোগান দিতে না পারায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করা অবস্থায় সাত-আট বছর বয়সে আজগরকে অন্যের বাড়িতে রাখালের কাছ করতে পাঠান তার বাবা-মা। আরও কয়েক বছর পর নওগাঁর আত্রাই উপজেলা সদরে একটি খাবার হোটেলে বয় হিসেবে কাজ শুরু করেন তিনি।


১৯৯৭ সালে আত্রাই থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নওগাঁয় এসে বসবাস শুরু করেন। নওগাঁয় এসে প্রথমে একটি হোটেলে ২৫ টাকা দিনমজুরিতে থালা-বাসন ধোয়ামোছার কাজ পান। ২০০২ সালের দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যে হোটেলে কাজ করতেন, সেই হোটেলের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং হোটেল ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।


পরে হোটেল-মালিকের সব ঋণ শোধ করে ক্ষুদ্র পুঁজি নিয়ে হোটেল ব্যবসা শুরু করেন আজগর। এরপর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি আর। একটি হোটেল থেকে এখন নওগাঁ শহরে দুটি হোটেলের মালিক তিনি। তার দুই হোটেলে বর্তমানে ৩৫ জন কর্মচারী কাজ করেন।


তিনি আরও বলেন, একেবারে শূন্য থেকে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। হোটেল ব্যবসা করে নওগাঁ শহরে বাসাবাড়ি করেছি। দুই মেয়ে ও এক ছেলে ভালো স্কুল-কলেজে পড়াশোনা করছে। মানুষের দোয়া ও আল্লাহর রহমতে এটা সম্ভব হয়েছে।


আজগর হোসেনের হোটেল ১০ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করছেন সোহেল হোসেন। তিনি বলেন, হোটেল-মালিক আমাদের নির্দেশ দিয়েছেন, যেকোনো দিন যেকোনো সময় গরিব, অসহায় ও অর্থহীন মানুষ যদি খেতে চান, তাহলে তাদের আগে খাবার দেওয়ার জন্য। আর আমাদেরও তিনি কোনো দিন কর্মচারীর চোখে দেখেন না বা কারও কাছে কর্মচারী হিসেবে পরিচয় করিয়ে দেন না।


শুধু বৃহস্পতিবার নয়, সপ্তাহের সব দিনেই যদি অসহায় মানুষ আসে, তাদের ফিরিয়ে দেন না আজগর। তিনি বলেন, নিয়ত করেছিলাম কখনো যদি অভাব থেকে মুক্ত হতে পারি, তাহলে গরিব-অসহায় মানুষকে খাওয়াব। আর সেই ইচ্ছা থেকে সাধ্যের মধ্যে এক যুগের বেশি সময় ধরে গরিব মানুষকে এক বেলা খাইয়ে আসছি। কারণ, অভাব কী, তা আমি বুঝি। প্রতি বৃহস্পতিবার গরিব-অসহায় মানুষকে খাওয়ানোর পাশাপাশি অন্যান্য দিনেও যদি কোনো ভিক্ষুক বা অসহায় মানুষ খেতে আসে, আমি তাদের খাওয়াই। খবর ঢাকা পোস্টের।


শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিয়ের ১৫ দিনের মাথায় ভাঙলো সেই দাদি-নাতির সংসার!

ব্যবসায়ীকে থানায় আটকে রেখে নির্যাতনের পর ৭২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

কয়লা সংকটে বন্ধ হলো বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র

রাজধানীতে পানি সংকট, যা বললেন ওয়াসার এমডি

এইচএসসি পরিক্ষা শুরুর তারিখ ঘোষণা

দেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

সোনার দাম বাড়ল

বউ পছন্দ না হওয়ায় বরের আত্মহত্যা

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘সেন্টমার্টিন দখলে না পেয়ে সরকার হটাতে চায় আমেরিকা’

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ৩ দিন বন্ধ রাখার ঘোষণা

নির্বাচনে অনিয়ম নিয়ে যা বললেন সিইসি

অন্যান্য - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • বিয়ের ১৫ দিনের মাথায় ভাঙলো সেই দাদি-নাতির সংসার!
  • ব্যবসায়ীকে থানায় আটকে রেখে নির্যাতনের পর ৭২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
  • আমি কোনো ভুল করিনি : ট্রাম্প
  • কয়লা সংকটে বন্ধ হলো বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র
  • বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়
  • ঢাকা টেস্টে বিরতি বাড়ানোর কথা ভাবছে বিসিবি
  • সঙ্গীকে হত্যার পর টুকরো করে সেদ্ধ!
  • জন্মদিনেও নিপুণকে ছাড়লেন না জায়েদ খান
  • ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন নিয়ে আসছে জাপান
  • পরীমনিকে আমরা সাপোর্ট করি : অপু বিশ্বাস
  • মুশফিককে অভিনন্দন জানিয়ে যা বললেন সাকিব
  • রাজধানীতে পানি সংকট, যা বললেন ওয়াসার এমডি
  • এইচএসসি পরিক্ষা শুরুর তারিখ ঘোষণা
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ারবাজার
  • স্মার্ট অর্থনীতির নিয়ামক হবে শেয়ারবাজার
  • পাঁচ জীবন বিমা কোম্পানির চমক
  • ডিভিডেন্ড পেলো তিন কোম্পানির বিনিয়োকারীরা
  • এক নজরে দুই কোম্পানির ডিভিডেন্ড
  • ‘জেড’গ্রুপের দুই কোম্পানির চমক
  • বোর্ড সভার তারিখ জানিয়েছে পাঁচ কোম্পানি
  • এক নজরে তিন কোম্পানির ইপিএস
  • ছয় কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা
  • সাপ্তাহিক লেনদেনে নতুন ৫ মার্কেট মুভার
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • ডিএসইর নতুন ও পুরনো ট্রেক হোল্ডারের মধ্যে বৈষম্য
  • জীবন বিমার দাপটে গতি ফিরেছে লেনদেনে
  • ডিভিডেন্ড পাঠিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
  • বন্ড আবেদনের সময় বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের
  • এমারেল্ড অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
  • ১২ কোটি টাকা বিনিয়োগ করবে এডিএন টেলিকম
  • বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক
  • সূচক ও লেনদেনের গতিতে আশা জাগছে শেয়ারবাজারে
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media