নিজস্ব প্রতিবেদক : থানায় পুলিশের কাছে মানুষ কেবল শুধু চুরি, ডাকাতি, কিংবা খুন-ধর্ষণের মতো নানা অভিযোগ জানাতে যায়। কিন্তু এবার এর ব্যক্তিক্রমী ঘটনা ঘটলো। এবার মুরগি ডিম দিচ্ছে না থানায় এ অভিযোগ জানালেন ভারতের মহারাষ্ট্রের এক পোলট্রি ব্যবসায়ী।
ভারতের একটি সংবাদমাধ্যমে বলা হয়, সম্প্রতি মহারাষ্ট্রের পুণেতে এক পোলট্রি ফার্মের মালিক পুলিশে অভিযোগ জানান একটি বিশেষ সংস্থার তৈরি খাবার খাওয়ার পর থেকেই তার সমস্ত মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি আরও জানান, আগে পুণের একটি কোম্পানি থেকে মুরগিদের জন্য খাবার কিনলেও সম্প্রতি দাম বাড়ায় পাশের জেলা আহমেদনগরের অন্য একটি সংস্থা থেকে তা কেনেন।
থানার অফিসার রাজেন্দ্র মোকাশি এই প্রসঙ্গে বলেন, “এক পোলট্রি ফার্মের মালিক এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। তবে তিনি একা নন, আরও অন্তত চারজন একই অভিযোগ করেছেন। প্রত্যেকেই বলেছেন ওই সংস্থাটির খাবার খেয়েই তাঁদের মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। ”