নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৬ সেপ্টেম্বর শেয়ারবাজার সংশোধন হয়েছে। এদিন শেয়ারবাজারের প্রধান সূচকসহ সব সূচক কমেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। কিন্তু আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৪০৫ কোটি টাকার বেশি। লেনদেন চাঙ্গা হলেও ছয় খাতে ভাটার টান দেখা দিয়েছে। খাতগুলো হলো- বস্ত্র, বিবিধ, প্রকৌশল, বিমা, ব্যাংক, আর্থিক খাত। স্টক বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন কমার দিক দিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে বস্ত্র খাত। এ খাতে আজ লেনদেন হয়েছে ১৩২ কোটি ৫০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ১৫৭ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ২৫ কোটি ৪০ লাখ টাকা।
লেনদেন কমায় দ্বিতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। বিবিধ খাতে আজ লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১১ কোটি ৬০ লাখ টাকা।
লেনদেন কমায় তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। প্রকৌশল খাতে আজ লেনদেন হয়েছে ১০৬ কোটি ৯০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ১১৭ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১০ কোটি ২০ লাখ টাকা।
বিমা খাত লেনদেন কমায় চতুর্থ স্থানে রয়েছে। এ খাতে আজ লেনদেন হয়েছে ১০২ কোটি টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ১১০ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৮ কোটি ৯০ লাখ টাকা।
লেনদেন কমায় পঞ্চম স্থানে রয়েছে ব্যাংক খাত। ব্যাংক খাতে আজ লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা আগেরদিন লেনদেন হয়েছে ৫১ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৮ কোটি ১০ লাখ টাকা।
আর্থিক খাতে আজ লেনদেন হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ৯৬ কোটি ৭০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৫ কোটি ৪০ লাখ টাকা।