নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ সেপ্টেম্বর) শেয়ারবাজারের লেনদেন পতন প্রবণতায় শেষ হয়েছে। আজ ডিএসইর ২০ খাতের মধ্যে সাত খাতের শেয়ারে বেশি মন্দা দেখা গেছে। খাতগুলো হলো- মিউচুয়াল ফান্ড, বিমা, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বলানি, ব্যাংক, বিবিধ, প্রকৌশল খাত। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।