ঢাকা, সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ১৬ মাঘ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
Aslam-Serniabath
সর্বশেষ সংবাদ
কুইন সাউথ টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সী পার্লের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ইস্টার্ন ক্যাবলসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ স্কয়ার টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কেডিএস এক্সেসোরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ড্যাফোডিল কম্পিউটারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ স্টাইল ক্রাফটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ প্যাসিফিক ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ খুলনা প্রিন্টিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কহিনূর কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » বিনিয়োগকারীর কথা
Print

একজন শেয়ার বিনিয়োগকারীর যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : শেয়ার মার্কেট বা শেয়ারবাজার এমন একটি জায়গা যেখানে একই রকম দক্ষতা নিয়ে সারাজীবন ব্যবসা করা যায় না। কখনত্ত কখনত্ত এমন পরিস্থিতি চলে আসে, শেয়ার মার্কেটের অনেক বড় বিশেষজ্ঞও ভালো পারফরমেন্স করতে পারেন না।

একজন বিনিয়োগকারীর মধ্যে যদি কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে তবে যেই পরিস্থিতি আসুক না কেন তিনি তা মানিয়ে নিতে পারেন।

আসুন শেয়ারবাজারে সফল হওয়ার জন্য একজন বিনিয়োগকারীর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, তা জানার চেষ্টা করি।

১। কারণ খোঁজা : বিনিয়োগণীতি সবার জন্য সমান নয়। একজন ছাত্র এবং একজন কর্মজীবীর বিনিয়োগনীতি যেমন আলাদা, ঠিক তেমনি একজন গৃহিণী এবং একজন অবসরপ্রাপ্ত মানুষের বিনিয়োগনীতিও আলাদা।

একজন সফল বিনিয়োগকারী জানে সে কেন শেয়ারবাজারে বিনিয়োগ করতে চায় এবং এখান থেকে কি অর্জন করতে চায়।

আপনি যখন একটি শেয়ারে টাকা বিনিয়োগ করবেন, এর পিছনে যথেষ্ট কারণ থাকতে হবে।

আবেগে না পড়ে কারণ খুঁজে বিনিয়োগ করাই একজন যোগ্য বিনিয়োগকারী বৈশিষ্ট্য হওয়া উচিত।

২। শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ : শৃঙ্খলা শুধুমাত্র শেয়ারবাজারের জন্যই নয়; সব কাজের জন্য অপরিহার্য একটি উপাদান। মাঝে মধ্যে নয়, নিয়মিতভাবে বিনিয়োগ করার ফলে একজন বিনিয়োগকারি হঠাৎ শেয়ারবাজারে যে অস্থিরতা হয়, এর থেকে নিজেকে বাঁচাতে পারে।

৩। লক্ষ্য নির্ধারণ করতে পারা : যার পরিকল্পনায় ভুল থাকে তার যাত্রাও ব্যর্থ হয়। একজন সফল বিনিয়োগকারী সব সময় একটি লক্ষ্য ঠিক করে বিনিয়োগ করার চেষ্টা করে।

কত দিনে কত পারসেন্ট প্রফিট আশা করে এর একটি সম্ভাব্য টার্গেট করেই বিনিয়োগ করে।

টার্গেট প্রাইজ পাওয়ার সাথে সাথে সেই শেয়ার বিক্রি করে দেওয়া উচিত। কেননা এতে ভুল সিদ্ধান্ত এড়ানো যায়।

৪। ধৈর্যধারণ করতে পারা : একজন বিনিয়োগকারীর অন্যতম সেরা গুণ ধৈর্য ধারণ করতে পারা।

ধৈর্যের ফল সব সময় মিষ্টি তা জানা সত্ত্বেও অনেক বিনিয়োগকারী তা না মেনে শেয়ার লেনদেন করে।

ফলস্বরূপ নিজেকে হতাশগ্রস্থ দলের সভাপতি মনে করে। টাকার সাথে সময় এবং ধৈর্য বিনিয়োগের কোন বিকল্প নেই।

কথিত আছে, একবার একজন লোক warren Buffett কে জিজ্ঞাসা করেছিল আপনার বিনিয়োগনীতি তো অনেক সহজ, তাহলে কেন সবাই আপনার নীতি অনুসরন করে না? এর উত্তরে warren Buffett বলেছিলেন, সবাই আমার মত ধীরে এবং সময় নিয়ে ধনী হতে চায় না।

৫। জানার আগ্রহ : একজন বিনিয়োগকারী নিদিষ্ট কোন কোম্পানিকে ভালোবাসে না, সে সামগ্রীক বাজারকে ভালোবাসে।

শেয়ারবাজারে প্রতিনিয়ত নতুন নতুন খবর আসে, কোনো না কোনো খবরের কারণে শেয়ারের দাম উঠা নামা করে। তাই আপনাকে অবশ্যই বেসিক শেয়ার বাজার থেকে শুরু করে কোম্পানির প্রোফাইল পড়ার মন মানসিকতা থাকতে হবে।

৬। সব সময় লাভ হবে না তা মেনে নেওয়া : আপনি যদি ঝুঁকি নিতে না চান তবে আপনার কখনই শেয়ারবাজারে আসা উচিত নয়।

একজন সফল বিনিয়োগকারী জানে সব সময় শেয়ারবাজার থেকে লাভ করা যায় না।

ধরুন, আপনি যে কোম্পানির শেয়ার কিনলেন তারা ভালো ব্যবসা করছে, বিগত দিনে ভালো ডেভিডেন্ট দিয়েছে, সকল নিউজ ঐ কোম্পানির পক্ষে আছে ইত্যাদি দেখেই বিনিয়োগ করেছেন।

কিন্তু দুর্ভাগ্যক্রমে, দেখলেন আজকে ঐ কোম্পানির ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, তাহলে এই অবস্থায় আপনাকে কিছু টাকা লস দিয়ে ঐ শেয়ার থেকে বের হয়ে যেতে হবে। তাই শতভাগ মূলধন নিশ্চয়তা নিয়ে আপনি এ ব্যবসায় আসতে পারবেন না।

৭। লোভে পা না দেওয়া : ধরুন, আপনি ৩টি সেক্টরের ৩টি শেয়ার কিনে অপেক্ষা করছেন।

২/৩ মাসেও তেমন বাড়ছে না কিংবা কমছেও না, আর অন্যদিকে যে কোন একটি সেক্টরের শেয়ার দিন দিন অনেক বেড়েই চলছে।

এই অবস্থায় আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে এবং আপনি লোভে পড়ে যেই সেক্টর অতিমূল্যায়িত সেই সেক্টরে চলে গেলেন, এর পরে ঘটলো অন্য ঘটনা।

নতুন আসা সেক্টরে শেয়ারের দাম পতন শুরু হলো এবং আপনার আগে হোল্ড করা শেয়ারগুলোর দাম বেড়ে গেল।

যার ফলে আপনি কিন্তু উভয় দিক হারাবেন। তাই এই লোভ থেকে যতটা সম্ভব আমাদেরকে দূরে থাকতে হবে।

৮। ঝুঁকি জানা : একজন সফল বিনিয়োগকারী জানে যে, তলা ফুটা নৌকা দিয়ে ছোট খাল পাড়ি দেওয়া যায়। তবে কোন দিনই সাগর পাড়ি দেওয়া যায় না।

আপনি যেই শেয়ার যত দামে কিনতে চাচ্ছেন বা কিনছেন সেই কোম্পানি সেই দাম পাওয়ার যোগ্য কিনা তা দেখতে হবে।

শেয়ারবাজারে ঝুঁকি আছে, তবে ঝুঁকি মানে এই নয় যে ২ টাকা লাভ করার জন্য ১০ টাকার ঝুঁকি নিবেন।

আপনি যেই শেয়ার থেকে ২ টাকা লাভ করতে চান, সেখানে সর্বোচ্চ ৪ টাকা ঝুঁকি নেওয়া যেতে পারে। তাই একজন সফল বিনিয়োগকারী হতে চাইলে এই সকল গুনাবলী আমাদের মধ্যে থাকা চাই।

শেয়ারনিউজ, ২২ অক্টোবর ২০২১

এ বিভাগের অন্যান্য সংবাদ

ডলারের দাম বাড়ার কারণে কমছে বিদেশি বিনিয়োগ

শক্তিশালী শেয়ারবাজারের প্রধান চার পিলার

ফ্লোর প্রাইস উঠেছে ১৬৯ কোম্পানির

নির্দেশনা অনুযায়ী ফ্লোর প্রাইস নির্ধারণ না করার অভিযোগ

বিএসইসি চেয়ারম্যান সমীপে এক বিনিয়োগকারীর খোলা চিঠি

বিএসইসি’র চেয়ারম্যানের প্রতি এক বিনিয়োগকারীর আবেদন

শেয়ারবাজারে দুই শক্রু, দূর করবেন যেভাবে

একজন শেয়ার বিনিয়োগকারীর যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন

যেসব শেয়ার বিনিয়োগকারীদের ভালো মুনাফা দেয়

রেকর্ড ডেটের কারণে ৩ কোম্পানিতে নজর বিনিয়োগকারীদের

চাঙ্গা বাজারে মুনাফা তোলার কিছু টিপস

শেয়ারে ঝুঁকি কমানোর উপায়

বিনিয়োগকারীর কথা - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২৫
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্স
  • ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • মেক্সিকোর নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮
  • টেক্সট কমান্ড থেকে সংগীত তৈরি করছে গুগলের এআই
  • আগামী সপ্তাহে তাপমাত্রা কমবে উত্তরাঞ্চলে
  • নারী-পুরুষের বন্ধ্যত্বের কারণ, প্রতিকার
  • বেতন বাড়ছে কোহলিদের
  • পুলিশ কর্মকর্তার হাতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ারবাজার
  • কুইন সাউথ টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • সী পার্লের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ইস্টার্ন ক্যাবলসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • স্কয়ার টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • কেডিএস এক্সেসোরিজের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ড্যাফোডিল কম্পিউটারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • স্টাইল ক্রাফটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্যাসিফিক ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • খুলনা প্রিন্টিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • কহিনূর কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ম্যাকসন স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আইটি কনসালটেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • এপেক্স টেনারীর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • মেট্রো স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • বিডিকমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • জেনারেশন নেক্সটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আরডি ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • স্কয়ার ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ওরিয়ন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media