নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের মূলপর্বের দ্বিতীয় দিনে মাঠের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান। এই ম্যাচকে ঘিরেই উত্তেজনা বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। দুই দলের মাঠের লড়াইয়ের আগেই কথার লড়াইয়ে জড়িয়ে যান অনেকে। তবে এ ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে রামদেব।
পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেশের জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী মন্তব্য করে এই যোগগুরুর বলেছেন, ক্রিকেট এবং সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।
নানা বিষয়ে বিশেষ করে কাশ্মির ইস্যু নিয়ে গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হয়েছে।নাগপুরে সাংবাদিকদের রামদেব বলেন, এমন পরিস্থিতে আর যাই হোক, ক্রিকেটে পকিস্তানের সঙ্গে ভারতের মুখোমুখি হওয়া সমর্থনযোগ্য নয়। এই পরিস্থিতিতে তাদের (পাকিস্তান) সঙ্গে ক্রিকেট ম্যাচ রাষ্ট্র তথা জাতীয় স্বার্থের পরিপন্থী। কারণ খেলা আর সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।
কূটনৈতিক টানাপোড়েনের কারণে গত একযুগ বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। যদিও পাকিস্তানের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তা প্রতিবারই নাকোচ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র আইসিসির টুর্নামেন্টেই এ দুই দল মুখোমুখি হয়। এবারও তেমনটাই হতে চলেছে। রোববার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
তবে রামদেব মনে করছেন, বর্তমানে যেভাবে মাঝেমধ্যেই সীমান্ত উত্তপ্ত হয়ে উঠছে, রক্তাক্ত হচ্ছে ভারত, সেই অবস্থায় এই লড়াই জাতীয় স্বার্থের বিরোধী।