নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এবং বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।
বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর- মাউশি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, স্কুলগুলোতে এবারও লটারির মাধ্যমে ভর্তি করা হবে। সরকারি মাধ্যমিক স্কুলে ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিক স্কুলে ১৯ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
মাধ্যমিকের স্কুলগুলোর ভর্তির জন্য https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ১১০ টাকা আবেদন ফি দিয়ে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
এর আগে, গত ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়, যা বুধবার বিকাল ৫টা পর্যন্ত চলার কথা ছিল।
মহামারীর কারণে গত বছরও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
আগের বছরগুলোতে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হত। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং নবম শ্রেণিতে ভর্তি করা হত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।