নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে দশ খাতে শেয়ারদর কমেছে। দর কমাতে এই ১০ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন ৪ শতাংশ।