ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে সিঙ্গার বিডি বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন বিক্রেতা উধাও দুই কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা রোববার বিডি পেইন্টসের আইপিও আবেদন শুরু ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা আজ আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস বোর্ড সভার তারিখ জানাল ৩ কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অর্থনীতি
Print

ওমিক্রনে কমছে পোশাক খাতে অর্ডার-রফতানি, শঙ্কায় মালিকরা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে ফের আতঙ্ক ছড়াচ্ছেকরোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। এর নেতিবাচক প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশের পোশাক খাত। গত বছরের অক্টোবর ও নভেম্বরের তুলনায় তুলনায় ডিসেম্বরে পোশাক খাতে রফতানি অর্ডার অনেক কমেছে।

পোশাক খাতে কেবল অর্ডার কমছে তাই নয়, অর্ডার দেওয়া পণ্য নিতে বিলম্বও করছেন ইউরোপ-আমেরিকার বায়াররা। ফলে নতুন করে দুশ্চিন্তায় পড়ছেন পোশাক মালিকরা। কারণ যত বিলম্ব হবে, ততই নির্ধারিত সময়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না তারা।

বিজিএমইএ ও বিকেএমইএ সূত্র বলছে, করোনার প্রথম বছর ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বেশিরভাগ দেশে তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। তাতে ২০২০ সালের শেষের দিকে শুরু করে ২০২১ সালে এসব দেশের অর্ডারগুলো বাংলাদেশমুখী হয়। ফলে ওভেন ও নিটওয়ার কারখানাগুলোতে চাহিদার অনেক বেশি অর্ডার রয়েছে। এসব অর্ডার তৈরির কাজ চলছে। অনেক অর্ডার প্রস্তুত শেষে রফতানির পর্যায়ে রয়েছে। ঠিক সেই সময় ওমিক্রনের খবরে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানসহ ইউরোপে ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনেক স্থানে পোশাক বিক্রির দোকান ও আউটলেট বন্ধ রাখা হয়েছে। ফলে বায়াররা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা পোশাক পণ্য গ্রহণে ‘ধীর’ নীতি অবলম্বন করেছেন।

অন্যদিকে, কারখানা মালিকরা বায়ারদের অর্ডার নেওয়ার পর কাঁচামাল কিনে ফেলেছেন বা কিনতে শুরু করেছেন। ফলে বায়ারদের অর্ডার নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন মালিকরা। তারা বলছেন, অর্ডার নিলেই তো হবে না, রফতানিও তো করতে হবে।

বর্তমানে যে অবস্থা তাতে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু এটি যদি আরও ভয়াবহ আকার ধারণ করে তাহলে পোশাক খাতের অনেক ক্ষতি হবে। আমরা সেই শঙ্কায় আছি।

শঙ্কার কথা জানিয়ে এ কে জে ফ্যাশনস ফেব্রিকস লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান বলেন, ‘ওমিক্রনের কারণে অর্ডার দেওয়া পোশাক পণ্য রফতানিতে অন্তত চার-পাঁচ দিন করে দেরি হচ্ছে। নতুন অর্ডারও কম আসছে।’

এবিসি নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের চেয়ারম্যান ও এমডি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘করোনার সঙ্গেই আমাদের বসবাস করতে হবে। বর্তমানে যে অবস্থা তাতে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু এটি যদি আরও ভয়াবহ আকার ধারণ করে তাহলে পোশাক খাতের অনেক ক্ষতি হবে। আমরা সেই শঙ্কায় আছি।’

ডেনিম এক্সপার্ট লিমিটেড ও বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ওমিক্রনের কারণে বায়াররা ডেলিভারি স্লো করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত দেশের পোশাক খাতে কোনো অর্ডার বাতিল হয়নি।’

প্রায় একই কথা বলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত পোশাক আমদানি-রফতানির পরিবেশ স্বাভাবিক রয়েছে। রফতানি কিছুটা দেরি হচ্ছে। তবে, বায়ারদের পক্ষ থেকে কোনো অর্ডার স্থগিত বা বাতিল হয়নি।’

ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি ও বিজিএমইএর সহ-সভাপতি শহীদউল্লাহ আজিম বলেন, ‘ওমিক্রনের কারণে গত ডিসেম্বর থেকেই অর্ডার কমে আসছে। অর্ডার এখন কমলেও আমাদের সমস্যা নেই। কারণ আমাদের কাছে যে অর্ডার রয়েছে, তা দিয়ে জুন পর্যন্ত কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘তবে বর্তমানে সমস্যা হচ্ছে, বায়াররা অর্ডার দেওয়া পণ্য নিতে বিলম্ব করছেন। তাতে পেমেন্ট দেরিতে হবে, পেমেন্ট দেরিতে পেলে ব্যাংক ঋণ পরিশোধে সমস্যা হবে। শুধু তাই নয়, ওমিক্রন যদি আরও বিস্তার লাভ করে, এরপর বায়ারা অর্ডার স্থগিত করলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হব। তার কারণ ইতোমধ্যে কাঁচামাল চলে এসেছে, পোশাকও প্রস্তুত হয়ে যাবে। আর প্রস্তুত করা পণ্য রফতানি করতে না পারলে টাকা পাওয়া যাবে না।’

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘ওমিক্রন ও ক্রিসমাসের কারণে এখন নতুন অর্ডার স্লো রয়েছে। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত যে অর্ডার রয়েছে সেগুলো সামাল দিতে পারছি না। পরিবেশ এখনো আমাদের অনুকূলে রয়েছে। আশা করছি, ভালো থাকবে।’

তবে বর্তমানে সমস্যা হচ্ছে, বায়াররা অর্ডার দেওয়া পণ্য নিতে বিলম্ব করছেন। তাতে পেমেন্ট দেরিতে হবে, পেমেন্ট দেরিতে পেলে ব্যাংক ঋণ পরিশোধে সমস্যা হবে। শুধু তাই নয়, ওমিক্রন যদি আরও বিস্তার লাভ করে, এরপর বায়ারা অর্ডার স্থগিত করলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হব।

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

খোলা বাজারে কমেছে ডলারের দাম

কোম্পানির রিটার্ন দাখিলের সময় বাড়ল ১৫ জুন পর্যন্ত

আগামী শনিবার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ

পদ্মা সেতু পারাপারে টোল নির্ধারণ

আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

কার্ব মার্কেটে ডলারের সেঞ্চুরি

এমন আদেশ দেব অর্থপাচারকারীরা কোথাও শান্তিতে থাকতে পারবে না

নিষেধাজ্ঞার পরও বিদেশ যাওয়ার তোড়জোড়

পি কে হালদারের দুর্নীতিতে পাঁচ প্রভাবশালীর নাম

বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বিএসসিএলের আয় ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা

আবারও টাকার মান কমলো ৮০ পয়সা

বাংলাদেশের শ্রীলঙ্কার মতো হওয়ার সুযোগ নেই: বিশ্বব্যাংক

অর্থনীতি - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা
  • আইপিএল-এর ইতিহাসে বিরল ঘটনা
  • এক জাহাজ পেট্রল কেনার টাকাও নেই শ্রীলঙ্কার
  • শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা
  • বোর্ড সভার তারিখ জানাল ৩ কোম্পানি
  • সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
  • কান চলচ্চিত্র উৎসবে অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে অনন্ত-বর্ষা
  • খোলা বাজারে কমেছে ডলারের দাম
  • পুতিনের স্বাস্থ্যের অবনতি, তলপেটে অস্ত্রোপচার: ব্রিটিশ দৈনিক
  • তাইজুলের ঘূর্ণিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
  • লেনদেনের শীর্ষে থেকেও কুপোকাত মৌলভিত্তির শেয়ার
  • শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী মাহবুবুর রহমান গ্রেপ্তার
  • বন্ধ বিও থেকে শেয়ার সেল, ব্যাখ্যা দিয়েছে ব্র্যাক ইপিএল
  • আশার আলো দেখাল ৩ কোম্পানি
  • মা‌র্কেট মুভা‌রে নতুন তিন কোম্পা‌নি
  • শেয়ারবাজার
  • ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করেছে সিঙ্গার বিডি
  • বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা
  • ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
  • বিক্রেতা উধাও দুই কোম্পানির
  • শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা
  • রোববার বিডি পেইন্টসের আইপিও আবেদন শুরু
  • ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা
  • আজ আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
  • বোর্ড সভার তারিখ জানাল ৩ কোম্পানি
  • সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
  • লেনদেনের শীর্ষে থেকেও কুপোকাত মৌলভিত্তির শেয়ার
  • শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী মাহবুবুর রহমান গ্রেপ্তার
  • বন্ধ বিও থেকে শেয়ার সেল, ব্যাখ্যা দিয়েছে ব্র্যাক ইপিএল
  • আশার আলো দেখাল ৩ কোম্পানি
  • বাজার উত্থা‌নের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি
  • মা‌র্কেট মুভা‌রে নতুন তিন কোম্পা‌নি
  • সূচক টেনে নামানোর সর্বোচ্চ দায় ৬ কোম্পা‌নির
  • ব্লক মার্কেটের ২৯ কোম্পানির লেনদেন
  • শেয়ারবাজারে হাহাকার, বিনিয়োগকারীরা দিশেহারা
  • বুধবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution