ঢাকা, সোমবার, ১৬ মে ২০২২, ২ জ্যৈষ্ঠ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
বিক্রেতা উধাও ছয় কোম্পানির মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের শেষ তারিখ ১৮ মে আজ আসছে ৩ কোম্পানির ইপিএস মন্দাবাজারেও বেড়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারী সর্বনিম্ন ডিভিডেন্ডের দুই কোম্পানির চমক প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে নয় ব্যাংকের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৩ ব্যাংকের পিকে হালদারের সম্পত্তি দেখে চোখ কপালে (ভিডিও) বিকন ফার্মার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফার্মাবাজ’ তিন দিনের রিমান্ডে পি কে হালদার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » শেয়ারবাজার
Print

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নতুন প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) সদ্য বিদায়ী চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন।

বাংলাদেশ ব্যাংকের মতে তিনি একজন ইচ্ছেকৃত ঋণখেলাপি। কর্মচারীদের অপব্যবহার করে জাল কোম্পানি খোলার মাধ্যমে নিজ ব্যাংকের ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

ব্যাংকটির ঋণ জালিয়াতির আরেক পরিচালক হলেন ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন। বহুল আলোচিত পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) কোম্পানির পতনে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এসবিএসি'র অর্থ আত্মসাতে মোয়াজ্জেমও ছিলেন আমজাদের ঘনিষ্ঠ সহযোগী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বশেষ তদন্তে জালিয়াতির বিষয়টি পাওয়া গেছে এবং সেই ফলাফলের ভিত্তিতে সোমবার (১৭ জানুয়ারি) আমজাদ হোসেনে ও মোয়াজ্জাম হোনেনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক।

২০১৩ সালে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আমজাদ হোসেন। তার মেয়াদেই বোর্ডের একজন পরিচালক হন মোয়াজ্জেম। তবে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেন আমজাদ। তিনি চলে যাওয়ার এক মাস পর মোয়াজ্জেমও পরিচালক পদে ইস্তফা দেন।

তবে অসংখ্য জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও এই দুই ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের আশীর্বাদই পেয়েছিলেন। কারণ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আমানতকারীর স্বার্থ বিবেচনায় আলোচিত এই দুই জনের বোর্ড সদস্যপদ লাভে বাধা দেয়নি।

অথচ বাংলাদেশ ব্যাংক একাধিক তদন্তে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনায় তাদের উভয়ের সম্পৃক্ততা খুঁজে পেয়েছিল। এসবিএসি'র চেয়ারম্যান থাকার সময়েই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রতিবেদনে আমজাদ হোসেনকে ইচ্ছেকৃত ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। তাছাড়া গত বছর জনতা ব্যাংকের ৫৮ কোটি টাকা খেলাপি করেও তিনি স্বপদে বহাল ছিলেন। তবুও কর্তৃপক্ষ তাকে পদ থেকে অপসারণ করেনি বা অন্য কোনো ব্যবস্থা নেয়নি। এখনও ব্যাংকের পরিচালক বোর্ডে রয়েছেন আমজাদ ও তার স্ত্রী সুফিয়া আমজাদ।

এদিকে, পিপলস লিজিংয়ের পতনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তদন্তে একইভাবে অন্যতম দোষী বলে চিহ্নিত হন মোয়াজ্জেম। ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোয়াজ্জেম পিপলসের চেয়ারম্যান ছিলেন, এসময়ে পরিচালকদের ৬৭০ কোটি টাকার সুবিশাল দুর্নীতি প্রতিষ্ঠানটির পতন ডেকে আনে।

নেপথ্য এই ইতিহাস থাকার পরও তাকে নতুন আরেকটি ব্যাংকের (সাউথ বাংলা) পরিচালক হওয়ার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে তিনি আবারো জালিয়াতির পুনরাবৃত্তি করেন।

এভাবে কর্তৃপক্ষ ব্যাংকের অপব্যবহারে জালিয়াত শিরোমণিদের হাতে ক্ষমতা দিয়ে আমানতকারীদের অর্থ ঝুঁকির মধ্যে ফেলেছে।

শুধু বাংলাদেশ ব্যাংক নয়, আশ্চর্যজনকভাবে জালিয়াত শিরোমণিরা খুব সহজে অন্যান্য কর্তৃপক্ষের নাকের ডগায় থেকেও ফাঁকি দিতে পারছে।

যেমন দুদকের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার পরও গেল বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পালাতে সক্ষম হয়েছেন আমজাদ।

এই ইস্যুতে দুদক, পুলিশ বিভাগ, অভিবাসন পুলিশ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন মহামান্য হাইকোর্ট। সবাইকে ফাঁকি দিয়ে কীভাবে আমজাদ হোসেন দেশ ছেড়ে পালাতে পারলেন তার ব্যাখ্যাও চেয়েছেন।

দুদক তদন্তের ফলাফল:

মামলার এজাহারে দুদক বলেছে, পিপলস লিজিং লুটপাটে একাধিকবার উঠে এসেছে মোয়াজ্জেম হোসেনের নাম। এখন তার সাথে আমজাদ হোসেনের নামও যোগ হয়েছে।

দুই পরিচালকই দুটি ভুয়া কোম্পানি দেখিয়ে ঋণ নিয়ে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করেন। কোম্পানি দুটির নাম- রাফি-মাহি কর্পোরেশন ও আল-আমিন কর্পোরেশন।

কাগজেকলমে রাফি-মাহি কর্পোরেশনের মালিক এ কে এম আসিফ উদ্দিন। কিন্তু বাস্তবে আসিফ হলেন লকপুর গ্রুপের কর্মচারী, যার চেয়ারম্যান হলেন আমজাদ।

আসিফ ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না, তবে তার নিয়োগকর্তার নির্দেশে এই নামে কোম্পানি খুলেছেন বলে দুদকের কাছে স্বীকার করেন।

তার দেওয়া স্বীকারোক্তি অনুসারে, আমজাদ তাকে ট্রেড লাইসেন্স করার জন্য টাকা দেন। যদিও বাস্তবে এই নামে কোম্পানি তৈরি হয়নি, ছিল শুধু কাগুজে। আমজাদ একটি চেক বইয়ে আসিফের স্বাক্ষরও নেন।

দুদকের পরিদর্শক দলও প্রতিষ্ঠানটির ঠিকানা খুঁজে পায়নি।

কোম্পানিটি খোলার পর এটি এসবিএসি ব্যাংকে ১২ কোটি টাকা ঋণের জন্য আবেদন করে এবং মতিঝিল শাখা ২০১৭ সালে কোনোপ্রকার জামানত না নিয়েই সেই ঋণ মঞ্জুর করে।

দুদকের মামলার বিবৃতি অনুযায়ী, ঋণের সম্পূর্ণ অর্থ উত্তোলনে আমজাদকে সহায়তা করেন মতিঝিল ব্রাঞ্চের ম্যানেজার।

ঋণের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, পরে ওই ঋণের সমুদয় অর্থ মোয়াজ্জেম ও আমজাদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে স্থানান্তর করা হয়, যা অর্থপাচার প্রতিরোধ আইন ২০১২- এর সরাসরি লঙ্ঘন।

দুদক বলেছে, ঋণটি যে কাজে ব্যবহারের জন্য অনুমোদন করা হয়- সে কাজে ব্যবহৃত হয়নি এবং ব্যাংকও ঋণের ব্যবহার মনিটর করেনি।

অপর কাগুজে কোম্পানি আল-আমিন কর্পোরেশনের মালিক হলেন মাসুদুর রহমান। সদর দপ্তরকে না জানিয়েই কোম্পানিটির একটি কার্যাদেশের পক্ষে ৮ কোটি টাকা ঋণ অনুমোদন দেয় ব্যাংকের বিজয়নগর শাখা।

দুদকের তদন্ত দল সংশ্লিষ্ট ব্যাংকে ঋণ অনুমোদন সংক্রান্ত কোনো কাগজপত্র পায়নি। লকপুর গ্রুপের বিভিন্ন কর্মচারীরা ব্যাংক থেকে ঋণের টাকা তুলে নেয়।

ওই ব্রাঞ্চের ম্যানেজার আমজাদকে একাউন্ট থেকে অননুমোদিত ওই ঋণের অর্থ উত্তোলনে সহায়তা করেন, আর সেটাও ছিল অর্থপাচার প্রতিরোধ আইন ২০১২ এর লঙ্ঘন।

দুই পরিচালকই গত বছরের ১৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় ওই দুটি ঋণের কথা স্বীকার করেন এবং ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। বোর্ডের গৃহীত সিদ্ধান্ত (রেজুলেশন) প্রমাণ করে আমজাদ ও মোয়াজ্জেম ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন।

শেয়ারনিউজ, ১৮ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিক্রেতা উধাও ছয় কোম্পানির

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের শেষ তারিখ ১৮ মে

আজ আসছে ৩ কোম্পানির ইপিএস

বিকন ফার্মার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফার্মাবাজ’

আরএকে সিরামিকের টাইলস প্ল্যান্টের উৎপাদন আংশিক বন্ধ

সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ২.৩৪ শতাংশ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন

সাফকো স্পিনিংকে মূলধন বাড়ানোর নির্দেশ বিএসইসির

নতুন প্রকল্পের জন্য এডিবি’র ঋণ নেবে এনভয় টেক্সটাইলস

প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

আল-আরাফা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজার - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • সোমবার থেকে টিসিবি’র সয়াবিন তেল ১১০ টাকায়
  • দর্শকদের তৃষ্ণা মেটালেন টাইগাররা
  • ‘নড়বড়ে হয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক অভিযান’
  • মন্দাবাজারেও বেড়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারী
  • সর্বনিম্ন ডিভিডেন্ডের দুই কোম্পানির চমক
  • ‘আমি সিরাজের বেগম’ নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মৌমাছি দখল করেছে ব্যাংক কর্মকর্তার বাড়ি!
  • প্রথম প্রান্তিকে ইপিএস কমেছেনয় ব্যাংকের
  • প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৩ ব্যাংকের
  • পিকে হালদারের সম্পত্তি দেখে চোখ কপালে (ভিডিও)
  • ধর্ষণকাণ্ডে মন্ত্রীর ছেলেকে খুঁজছে পুলিশ
  • ‘ব্লু ইকোনমির ফলে দেশের জিডিপি ৩ শতাংশ বাড়বে’
  • বিকন ফার্মার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফার্মাবাজ’
  • স্ত্রীর গুরু সম্পর্কে দ. কোরিয়ার প্রেসিডেন্টের চাঞ্চল্যকর তথ্য
  • তিন দিনের রিমান্ডে পি কে হালদার
  • শেয়ারবাজার
  • বিক্রেতা উধাও ছয় কোম্পানির
  • মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের শেষ তারিখ ১৮ মে
  • আজ আসছে ৩ কোম্পানির ইপিএস
  • মন্দাবাজারেও বেড়েছে দেশি-বিদেশি বিনিয়োগকারী
  • সর্বনিম্ন ডিভিডেন্ডের দুই কোম্পানির চমক
  • প্রথম প্রান্তিকে ইপিএস কমেছেনয় ব্যাংকের
  • প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৩ ব্যাংকের
  • বিকন ফার্মার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফার্মাবাজ’
  • আরএকে সিরামিকের টাইলস প্ল্যান্টের উৎপাদন আংশিক বন্ধ
  • সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ২.৩৪ শতাংশ
  • সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯ কোম্পানির বিশাল লেনদেন
  • সাফকো স্পিনিংকে মূলধন বাড়ানোর নির্দেশ বিএসইসির
  • শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিলে ডিভিডেন্ড এসেছে ৭৯৮ কোটি টাকা
  • নতুন প্রকল্পের জন্য এডিবি’র ঋণ নেবে এনভয় টেক্সটাইলস
  • খাদ্য খাতে আয় বেড়েছে ৮ কোম্পানির, কমেছে ৯টির
  • প্রগতি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
  • ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
  • আল-আরাফা ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
  • লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
  • রোববার শেয়ারবাজার বন্ধ
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution