নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৪র্থ কার্যদিবস (১৯ জানুয়ারি) বুধবার সূচক বেড়েছে ৩৪ পয়েন্টের বেশি। বাজারের এমন উত্থানে ৩৫ পয়েন্টের বেশি বা মোট উত্থানের ১০০ শতাংশ অবদান রেখেছে পাঁচ কোম্পানি। সূচক বৃদ্ধিতে এমন অবদান রাখা এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, এসিআই লিমিটেড, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে আজ সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.২৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮.৯০ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫১ টাকা ৭০ পয়সায়।
এই পাঁচ কোম্পানির অবদানে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্টের বেশি। যা মোট উত্থানের ১০০ শতাংশের বেশি। আজ ডিএসইর মোট সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।