নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের যেসব বিনিয়োগকারীরা তালিকভুক্ত শীর্ষ স্বল্প মূলধনী ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ডিভিডেন্ড নিয়েছেন, তারা এখন মুনাফায় রয়েছে। কারণ ডিভিডেন্ড সমন্বয় হওয়ার পর ডিভিডেন্ড পরবর্তী অবস্থায় কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন তালিকায় শীর্ষ কোম্পানি ছিল ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। ডিএসইতে এদিন শেয়ারটি আজ ৪০১ টাকা ৩০ পয়সা বা ১২.৫০ শতাংশ দর হারিয়ে ক্লোজিং হয়েছে ২ হাজার ৮০৮ টাকা ৮০ পয়সায়। তবে ২০ শতাংশ বোনাস ও ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সমন্বয় করলে ডিভিডেন্ড পরবর্তী শেয়ারটির দর দাঁড়ায় ২ হাজার ৬৬৬ টাকা ৫০ পয়সায়। সেই হিসাবে কোম্পানির দর বেড়েছে আজ ১৪২ টাকা ৩০ পয়সা।
উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১৪০ শতাংশ ক্যাশ। আজ ছিল কোম্পানির রেকর্ড ডেট পরবর্তী প্রথম লেনদেন। রেকর্ড ডেটের আগে শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩ হাজার ২১০ টাকা ১০ পয়সায়।