ঢাকা, রবিবার, ৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনেও অংশগ্রহণ করতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানালো ডিএসই বাজার ঘুরে দাঁড়ানোর নেপথ্যে জীবন বিমার শেয়ার দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে টিনেজ অর্থনীতিকে ফিডিংয়ের প্রধান উৎস হবে শক্তিশালী শেয়ারবাজার ব্লকে চার কোম্পানির বড় লেনদেন রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » শেয়ারবাজার
Print

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যানের মৃত্যু নিয়ে পাল্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ গত ২৪ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

হাসান আহমেদের মৃত্যুর পর তার ভাই কবির আহমেদ অভিযোগ করেন, গৃহবন্দি অবস্থায় নির্যাতনে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এমন অভিযোগে মামলা করেন তিনি। যেখানে আসামি করা হয়েছে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ তার পরিবারের আট সদস্যকে।

এবার হাসান আহমেদের স্ত্রী ও সন্তানরা হাসান আহমেদের মৃত্যু নিয়ে পাল্টা অভিযোগ করেছেন। তার ভাইয়ের মামলাটিকে সাজানো ও হয়রানিমূলক উল্লেখ করে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন তারা।

তারা বলছেন, পপুলার লাইফে দীর্ঘ সময় হাসান আহমেদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিকিৎসা বাবদ কোনো সহযোগিতা দেয়া হয়নি। এমনকি যেদিন হাসান আহমেদ মারা যান, সেদিন পপুলার লাইফের পক্ষ থেকে জানাজাসহ শোকসন্তপ্ত পরিবারের কারও সঙ্গে যোগাযোগও করা হয়নি। জানাজায় প্রতিষ্ঠানের কেউ অংশগ্রহণ করেননি বলেও অভিযোগ করেন জান্নাতুল ফেরদৌস।

এমন অবস্থায় হয়রানিমূলক মামলায় পুলিশি ঝামেলা থেকে মুক্ত থাকতে সংবাদ সম্মেলনে সহযোগিতা চেয়েছে পরিবারটি।

সংবাদ সম্মেলনে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও তিন সন্তান উপস্থিত ছিলেন।

পরিবারের এমন অভিযোগে যোগাযোগ করা হলে পপুলার লাইফের পক্ষ থেকে নথিপত্র উপস্থাপন করে বলা হয়, ‘বোর্ড সভায় হাসান আহমেদ ব্রেইন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।’

সেই বোর্ডসভায় হাসান আহমেদের যাবতীয় চিকিৎসার খরচ পপুলার লাইফের পক্ষ থেকে বহন করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।

এমন সিদ্ধান্তের পরও তার পরিবার সহযোগিতা নিতে অস্বীকার করে এবং ভালো হসপিটালে চিকিৎসা না করিয়ে ঘরে রেখেছে বলে জানানো হয়।

বিষয়টি জান্নাতুল ফেরদৌসের নজরে এলে তিনি বলেন, ‘আমাকে কোনো সহযোগিতা করা হয়নি। বরং হাসপাতালের বিল যখন ১০ লাখ টাকা হলো, তখন পপুলার লাইফের পক্ষ থেকে বলা হলো এত বিল দেয়া সম্ভব নয়। হাসান আহমেদের সন্তানদের প্রাপ্ত পাওয়া থেকে বঞ্চিত করার জন্য উল্টো মামলা করে এখন হয়রানি করা হচ্ছে।’

পপুলার লাইফে হাসান আহমেদের ৪০ লাখ ২৮ হাজার ৫৫৪টি শেয়ার আছে। সেখান থেকে গত ১১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ১ লাখ ৭৫ হাজার শেয়ার উপহার হিসেবে দেয়ার কথা জানানো হয়। সেদিন কোম্পানিটির শেয়ারদর ৮৯ টাকা ৪০ পয়সা হিসাবে ১ লাখ ৭৫ হাজার শেয়ারের বাজারমূল্য আসে ১ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকা।

কিন্তু এটিও অস্বীকার করেছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘আমাকে কেউ শেয়ার দেয়নি। আর আমি শেয়ার বিক্রি করে কোনো টাকা পায়নি। সে শেয়ার কারা নিয়েছে, কাদের কাছে আছে সেটিও আমি জানি না।’

গত বছরের ২ সেপ্টেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে শেয়ারগুলো উপহার হিসেবে দেয়ার অনুমোদন চেয়ে চিঠি দেন হাসান আহমেদ। তার আগে বিএসইসি আরেক চিঠিতে পপুলার লাইফকে জানায়, উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করে অতিরিক্ত অংশ হস্তান্তরযোগ্য। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৩০.০১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে তার ভাই কবির আহমেদ গত ২৫ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন। মামলা নম্বর ৫৫।

যেখানে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারীর বড় ভাই হাসান আহমেদকে গৃহবন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আর মৃত্যুর জন্য স্ত্রীসহ দায়ী করা হয়েছে তার মা পারবিন আকিল, বোন রুনা লাইলাসহ এরশাদ, চাঁদনী নূর, মেহমুদ রেজা, ফাহিম ফারুক, শাহরুখ খান সাজিদকে।

জান্নাতুল ফেরদৌস সংবাদ সম্মেলনে বলেন, ‘তার স্বামী স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) রোগী ছিলেন। তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। অসুস্থতার কারণে তিনি দাঁড়াতে পারতেন না। হুইলচেয়ারে চলাফেরা করতেন। তার মৃত্যুর পর সম্পত্তি আত্মসাতের জন্য হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে।’

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনেও অংশগ্রহণ করতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা

বাজার ঘুরে দাঁড়ানোর নেপথ্যে জীবন বিমার শেয়ার

দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা

বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

টিনেজ অর্থনীতিকে ফিডিংয়ের প্রধান উৎস হবে শক্তিশালী শেয়ারবাজার

ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

এমারেল্ড অয়েলের এজিএমের তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভূক্ত হওয়াকে বোঝা মনে করছে কোম্পানিগুলো

শেয়ারবাজারের গুরুত্ব বাড়বে আস্তে আস্তে: পরিকল্পনামন্ত্রী

শেয়ারবাজার - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • যে কারণে জাতীয় দলে ডাক পেলেন দীপু ও মুশফিক
  • ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা তুলতে ব্যর্থ জাতিসংঘ
  • প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানালো ডিএসই
  • বাজার ঘুরে দাঁড়ানোর নেপথ্যে জীবন বিমার শেয়ার
  • দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা
  • তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিন ক্লাস বন্ধ
  • বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
  • টিনেজ অর্থনীতিকে ফিডিংয়ের প্রধান উৎস হবে শক্তিশালী শেয়ারবাজার
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • এমারেল্ড অয়েলের এজিএমের তারিখ ঘোষণা
  • আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে সাউথইস্ট ব্যাংক
  • অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা ওরিয়ন ইনফিউশন
  • শেয়ারবাজার
  • ট্রেজারী বন্ডের প্রাইমারী অকশনেও অংশগ্রহণ করতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা
  • প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানালো ডিএসই
  • বাজার ঘুরে দাঁড়ানোর নেপথ্যে জীবন বিমার শেয়ার
  • দুই কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইর সতর্কতা
  • বিমা খাতের দাপটে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে
  • টিনেজ অর্থনীতিকে ফিডিংয়ের প্রধান উৎস হবে শক্তিশালী শেয়ারবাজার
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • রোববার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • এমারেল্ড অয়েলের এজিএমের তারিখ ঘোষণা
  • শেয়ারবাজারে তালিকাভূক্ত হওয়াকে বোঝা মনে করছে কোম্পানিগুলো
  • শেয়ারবাজারের গুরুত্ব বাড়বে আস্তে আস্তে: পরিকল্পনামন্ত্রী
  • আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে সাউথইস্ট ব্যাংক
  • শেয়ারবাজারকে কোনঠাসা করে রাখা হচ্ছে: ডিএসইর চেয়ারম্যান
  • জিরো কুপন বন্ডকে করমুক্ত করা উচিত
  • বন্ড মার্কেটে স্পেশাল টেক্স ব্যবস্থা জরুরি
  • অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা ওরিয়ন ইনফিউশন
  • এমারেল্ড অয়েলের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ডিভিডেন্ড ঘোষণা করেছে এমারেল্ড অয়েল
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media