ঢাকা, সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩, ১৬ মাঘ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
Aslam-Serniabath
সর্বশেষ সংবাদ
স্কয়ার ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ওরিয়ন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ শেয়ার বিক্রির ঘোষণা সূচকের পতনেও শেয়ারবাজারে বেড়েছে লেনদেন লেনদেনে তথ্যপ্রযুক্তি খাতের দাপুটে ইনিংস ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন বিক্রয় চাপে শীর্ষ লেনদেনের ৪ কোম্পানির পতন সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » লাইফ স্টাইল
Print

যে বিরিয়ানি শুধু সকালেই পাওয়া যায়

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার সকালের দুধ-বিরিয়ানি জনপ্রিয়তা অনেক। প্রতিদিন মাত্র দুই থেকে আড়াই ঘণ্টার জন্য খোলা থাকে পুরান ঢাকার এই বিরিয়ানির দোকান। মাত্র একটি পাতিলে করেই বিরিয়ানি আনা হয়। বেলা নয়টার মধ্যেই বেচাকেনা শেষ!

বাংলাদেশ বিশেষকরে পুরান ঢাকাবাসী মাত্রই বিরিয়ানির প্রতি তাদের দুর্বলতা স্বীকার করবেন—এ কথা সর্বজনবিদিত। কাচ্চি অথবা তেহারীর ঘ্রাণ যেন পুরান ঢাকার অলিগলিতে মিশে আছে। সাধারনত বিরিয়ানিকে ভারী খাবার হিসেবেই বিবেচনা করা হয়। আর ভারী খাবার দুপুর কিংবা রাতেই গ্রহণ করার চল আছে আমাদের দেশে। কিন্তু বিরিয়ানির মতো ভারী খাবার দিয়েই যদি দিন শুরু করা হয় তাহলে কেমন হবে? পুরান ঢাকার এমনই এক বিরিয়ানির খোঁজ পাই সোহেল ভাইয়ের কাছে। একদিন প্রাতঃভ্রমণে বের হয়ে ঠিক করি এমন প্রভাতী বিরিয়ানি দিয়েই আজ নাস্তা সম্পন্ন করবো।

দুধ বিরিয়ানির দোকানের প্রাতিষ্ঠানিক কোনো নাম নেই। তবে রয়েছে ব্যাপক সুনামের সাথে পরিচিতি। দোকানের নাম না থাকলেও দোকানটিকে সবাই 'শাহ্‌ সাহেবের বিরিয়ানি' নামেই জানে। ঢাকার চকবাজার শাহী জামে মসজিদের ঠিক বিপরীতে এর অবস্থান। মসজিদের বিপরীতে ৬ নং বণিক সমিতির গলি দিয়ে সোজা ঢুকে হাতের বামেই শাহ সাহেবের বিরিয়ানির দোকান। দোকানের কোনো নামফলক না থাকলেও চিনতে অসুবিধা হবে না। মার্কেটের যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেও জেনে নেয়া যাবে।

সকালের এই দুধ বিরিয়ানিকে 'প্রভাতী বিরিয়ানি'ও বলা যেতে পারে। শাহ্‌ সাহেবের বিরিয়ানিও খুব ভোরে রান্না করা হয়। আর সকাল নয়টার মধ্যেই কারবার শেষ। এ দৃষ্টিকোণ থেকে এমন নামকরণ করটা মন্দ হয় না। চকবাজার শাহী মসজিদে যখন পৌঁছেছি তখন সকাল সাড়ে আটটা বাজে। মার্কেটের পাইকারী দোকানগুলো তখন খুলতে শুরু করেছে। এক মুসল্লি ভাইকে জিজ্ঞাসা করতে জানালেন বিরিয়ানি বিক্রি শুরু হয়েছে অনেক আগেই। তার কথা শুনে দেরি না করে শাহ্‌ সাহেবের বিরিয়ানির দোকানের সামনে গিয়ে উপস্থিত হলাম।


দুধ বিরিয়ানির ফুল প্লেট দাম ১৬০ টাকা। আর হাফ প্লেট ৮০। তবে, হাফ প্লেট নেয়ার চেয়ে ফুল প্লেট নেয়াটাই সমীচীন বলে মনে হলো। ফুল প্লেটেও বিরিয়ানির পরিমান খুব বেশি বলা যাবে না। আবার একজনের জন্য মন্দও না। চিনিগুড়া চাল দিয়ে এই বিরিয়ানি রান্না করা হয়। মুখে নিতেই খাবারে অদ্ভুত এক স্বাদ পেলাম। জিজ্ঞাসা করে জানতে পারি, এই বিরিয়ানিতে দুধ ব্যবহার করা হয়েছে। এজন্য বিরিয়ানিতে হাত দিলে বেশ নরম অনুভূত হবে। আবার, সাথে দেয়া সালাদ আর সালাদের পানির কারনেও এমন হতে পারে। বিরিয়ানিতে তেলের পরিমান একেবারেই কম। দোকানের কর্মচারী নুরু মিয়ার সাথে কথা বলেও তাদের বিরিয়ানির রেসিপি জানতে পারলাম না। তবে শাহ সাহেবের বিরিয়ানি স্বাদে অপূর্ব! একথা বললে অত্যুক্তি করা হবে না।

দুধ বিরিয়ানির সাথে তেহারীর যথেষ্ট মিল রয়েছে। তাই অনেকের কাছে এটি বিরিয়ানি নাকি তেহারী ? এমন একটা বিতর্ক অনেকের কাছেই রয়েছে। আবার শুধু ছবি দেখে মনে হতে পারে এটি পোলাও! আমরা জানি তেহারীর তুলনায় বিরিয়ানিতে অপেক্ষাকৃত বড় মাংস থাকে। আর তেহারিতে সাধারনত টুকরো মাংস দেয়া হয়। কথা বলে জানতে পারি, এখানে খাসির বিরিয়ানিতে মাংস টুকরা করে দেয়া হয়। তবে, মোরগ বিরিয়ানি খেয়ে বোঝা গেলো এতে মশলার পরিমান খুবই সীমিত। আবার ঝালও কম। এদিক থেকে একে বিরিয়ানি বলাই শ্রেয়। আবার, মোরগ বিরিয়ানির সময় যেহেতু রান্না করা মাংস দিয়ে বিক্রি করা হয়, সেদিক থেকে একে পাক্কি বিরিয়ানিও বলা যেতে পারে।

তেহারি-বিরিয়ানি সম্পর্কে বাবুর্চি নুরু বলেন, "যে যা ই বলুক, শুরু থেকেই আমরা একে বিরিয়ানি বলেই বিক্রি করছি। এটি বিরিয়ানিই। তবে, রান্নায় আমাদের নিজস্ব রীতি অনুসরণ করি বলেই এমন আলাদা স্বাদের বিরিয়ানি তৈরী করতে পারি। চকবাজারে অন্য কোথাও এই বিরিয়ানি আপনি পাবেন না''।

আমার পাশে বসে এক ভদ্রলোক খাচ্ছিলেন। খাওয়া শেষ হলে তার সাথে কথা বলে জানতে পারলাম তিনি সপ্তাহে কমপক্ষে চার দিন স্থানীয় বন্ধুদের সাথে এখানে নাস্তা করতে আসেন। কম তেলযুক্ত বলে এই বৃদ্ধ বয়সেও স্বাচ্ছন্দ্যে এক-দেড় প্লেট বিরিয়ানি খেতে পারেন তিনি।

এখানে খেতে আসা নাজির হাসানের কথা শুনে আশ্চর্য না হয়ে উপায় নেই। তিনি চকবাজারে পাইকারি চুরি বিক্রেতা। গত ৫ বছর ধরে তিনি এই শাহ্‌ সাহেবের বিরিয়ানি দিয়ে নিয়মিত নাস্তা করছেন। নাজির বলেন, "এটি স্বাদে অন্য হোটেলের বিরিয়ানির চেয়ে ভালো। না খেয়ে কখনোই এর স্বাদ সম্পর্কে ধারণা করতে পারবেন না"। তিনি বললেন এই দোকানে ব্যবসায়ীরাই খেয়ে থাকেন।

দোকানের সামনে যেতেই চোখ কপালে ওঠার অবস্থা। ছোট পরিসরের এই দোকানের চারপাশে উপচে পড়া ভীড়! আমি ভেবেছিলাম বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে হয়তো লোক বাড়বে। কিন্তু দোকান খুলতেই নাকি এই ভীড় জমে গেছে। প্রতিদিন মাত্র দুই থেকে আড়াই ঘন্টার জন্য দোকান খোলা থাকে। মাত্র একটি পাতিলে করেই বিরিয়ানি আনা হয়। বেলা নয়টার মধ্যেই বেচাকেনা শেষ!

দোকানের অবস্থান একেবারে সরু গলির ভিতরে। জায়গা না পেয়ে যে কোথাও যে বসবো তার ব্যবস্থা নেই। আবার বাইরে গিয়ে দাঁড়ালে যদি বিরিয়ানি শেষ হয়ে যায়! এজন্য আসন শূন্যতার জন্য অপেক্ষা করতে লাগলাম। কয়েকজন খেয়ে উঠতেই ফাঁকা জায়গা পেয়ে বসে পড়লাম। দোকানের একমাত্র খাবার বিরিয়ানি। সাথে মোরগের লেগ পিস। দোকানের এক কোনায় নুরু মিয়া সিলভারের একটি পাতিলে বিরিয়ানি নিয়ে বসে আছেন। বর্তমানে দোকানের দেখাশোনার দ্বায়িত্ব তার হাতেই। 'শাহ সাহেব' এখন আর দোকানে বসেন না। তার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। থাকেন রহমতগঞ্জে। মাঝেমধ্যে সপ্তাহে একবার আসেন।

বলে রাখি এ দোকানে কোনো চেয়ার-টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা নেই। দোকানের মেঝেটাই বেশ উচু করে বানানো। মেঝেতে বসেই সবাই বিরিয়ানির স্বাদ নেন। দেখে গ্রামের কোনো অনুষ্ঠানে মেজবানি খাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। বসে খাওয়ার আসবাব বলতে এই মেঝে ছাড়া কিছুই নেই। তবে এ নিয়ে খেতে আসা ব্যক্তিদের মাঝে কোনো হতাশা কিংবা ক্ষোভ কোনোটিই নেই। দোকানের বয়স প্রায় অর্ধ-শতক। শুরু থেকেই এখন পর্যন্ত এমন ব্যবস্থা টিকে আছে।

এই দোকানের ক্রেতা মূলত স্থানীয় অধিবাসী, বিশেষ করে চকবাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। সকালে কেউ কেউ আমার মতো প্রাতঃভ্রমণে বের হন, ব্যবসায়ীরা দোকান খুলেন আর শাহ সাহেবের বিরিয়ানি দিয়ে নাস্তা সেরে নেন। আবার, লোকমুখে কিংবা ইন্টারনেটের বদৌলতে কেউ কেউ এখানকার কথা শুনে চলে আসেন। যদিও এরকম লোকের সংখ্যা বেশ কম। স্থানীয়রাই মূলত এখানে খেতে আসেন। সপ্তাহের তিন-চার দিন শাহ সাহেবের বিরিয়ানিই তাদের নাস্তা। এখানে বসে খেতে না চাইলে পার্সেল করে নিয়ে যাওয়া যাবে। খুব বেশি পার্সেল নিতে পারবেন বলে মনে হলো না। পাশের দোকানের এক ব্যবসায়ী জানালেন এতে করে নাকি দোকানের সমস্যা হতে পারে। নিয়মিত ক্রেতারা যাতে অসন্তুষ্ট না হন সে কারণেই এমন ব্যবস্থা নেয়া হয় বলে জানান তিনি। তবে, অগ্রিম অর্ডার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি দোকানে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন প্রায় ২০০ প্লেট বিরিয়ানি বিক্রি করা হয় এখানে। সে হিসাবে মাসে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার কারবার করেন শাহ্‌ সাহেব। সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবারে মোরগ বিরিয়ানি পাওয়া যায়। অন্যান্য দিন খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করা হয়। শুক্রবারে এবং অন্যান্য সরকারি ছুটির দিনে শাহ সাহেবের বিরিয়ানির দোকান বন্ধ থাকে।

শেয়ারনিউজ, ১৯ ফেব্রুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

নারী-পুরুষের বন্ধ্যত্বের কারণ, প্রতিকার

সবচেয়ে বেশি অর্থ খুইয়ে গিনেস বুকে নাম তুললেন ইলন মাস্ক

নাক বন্ধ মাথাব্যথা ও সর্দি কিসের লক্ষণ, করণীয় কী?

লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি

শীতে সুস্থ থাকতে করণীয় চার

রং ফর্সাকারী ১৭ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর পারদ: বিএসটিআই

চুলের পড়া সমস্যা: জেনে নিন পরিচর্যা!

সৈয়দপুরে ব্রিটিশ রানির সেই রেলগাড়ি

সিগারেট প্রেমীদের জন্য দুঃসংবাদ

ঘরে ঘরে পরকীয়া, গবেষণায় বিস্ফোরক তথ্য

এশিয়ার ফুটপাতের সেরা খাবারের তালিকায় বাংলাদেশের যে খাবার

২৪ ধরনের নারীকে বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম

লাইফ স্টাইল - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্স
  • ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • মেক্সিকোর নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮
  • টেক্সট কমান্ড থেকে সংগীত তৈরি করছে গুগলের এআই
  • আগামী সপ্তাহে তাপমাত্রা কমবে উত্তরাঞ্চলে
  • নারী-পুরুষের বন্ধ্যত্বের কারণ, প্রতিকার
  • বেতন বাড়ছে কোহলিদের
  • পুলিশ কর্মকর্তার হাতে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ারবাজার
  • স্কয়ার ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ওরিয়ন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • শেয়ার বিক্রির ঘোষণা
  • সূচকের পতনেও শেয়ারবাজারে বেড়েছে লেনদেন
  • লেনদেনে তথ্যপ্রযুক্তি খাতের দাপুটে ইনিংস
  • ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
  • বিক্রয় চাপে শীর্ষ লেনদেনের ৪ কোম্পানির পতন
  • সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • ডিভিডেন্ড পেলো ৯ কোম্পানির বিনিয়োগকারীরা
  • ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • রহিমা ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আমরা নেটওয়ার্কের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • চার মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • এসকে ট্রিমসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • জিলবাংলা সুগারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • আরএন স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • মেঘনা সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • ন্যাশনাল টিউবসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media