নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এই প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়েছে।
গতকাল বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন সম্পন্ন হয়।
দেশের প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এই মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করেন। বৃহস্পতিবার (৩ মার্চ) হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী রোগীর দেহে বুধবার রাতে মেকানিক্যাল কৃত্রিম হার্ট সফলভাবে প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এই প্রক্রিয়া সম্পন্ন করেন।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্যান্টের ফলে দেশের রোগীরা, বিশেষ করে বিভিন্ন জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘন্টা খানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।