বাংলাদেশকে ধসিয়ে দেওয়া মাহারাজই আইসিসি সেরা
নিজস্ব প্রতিবেদক: আইসিসির ২০২২ সালের এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মাহারাজ।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স করেই এই পুরস্কার পেয়েছেন এই স্পিনার।
২০২২ সালের এপ্রিল মাসে সেরা হতে মাহারাজ পেছনে ফেলেন স্বদেশি স্পিনার সিমন হার্মার ও ওমানের ওপেনার জতিন্দ্র সিংকে।
মহারাজ দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১৬টি উইকেট নেন। তিনি সেই সিরিজে সিরিজ সেরাও হয়েছেন।
এছাড়া, মহারাজ পোর্ট এলিজাবেথ দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে ৮৪ রানের দারুণ ইনিংসও খেলেন। এদিকে, মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটার নাট শিভার ও উগান্ডার অলরাউন্ডার জানেট এমবাবাজিকে হটিয়ে মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালিসা হিলি।
শেয়ারনিউজ, ০৯ মে ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |