নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের প্রকোপ কমায় ফের গ্যালারিপূর্ণ মাঠে হতে যাচ্ছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) বিধিনিষেধ মেনে দর্শকদের মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আজ মিরপুরে সিরিজের টাইটেল স্পনসর ঘোষণাকালে এই তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনার বিধিনিষেধ থাকায় এই সিরিজেও থাকছে ভ্যাকসিন কার্ড প্রদর্শনের বিষয়টি।
তবে এই সিরিজে দর্শকদের জন্য সুখবর, চট্টগ্রাম ও ঢাকা দুই টেস্টেই ৫০ টাকার সর্বনিম্ন টিকিটে খেলা দেখার সুযোগ থাকছে। আগামী ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। প্রতিটি ম্যাচের টিকিট আগের দিন সংগ্রহ করতে পারবেন দর্শকেরা।
প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে এবং দ্বিতীয় টেস্টের টিকিট পাওয়া যাবে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।
আর মিরপুরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে—গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি ৩০০, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০, ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।