নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দুটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ফান্ড দুটিতে উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ করবে কোম্পানিটি।
উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি জানায়, গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ মিউচুয়াল ফান্ডটির মোট আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স। বাকি ৪৭ কোটি ৫০ লাখ টাকা অন্যান্য উদ্যোক্তা ও শেয়ারবাজার থেকে উত্তোলন করা হবে।
অন্যদিকে, ডিএস ৩০ ইনডেক্স ট্র্যাকিং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটির (ডিএস ৩০ ইটিএফ) আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স। বাকি টাকা অন্যান্য উদ্যোক্তা ও শেয়ারবাজার থেকে উত্তোলন করা হবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৩ পয়সা। যেখানে এর আগের অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ।
এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২৪.৫ শতাংশ ক্যাশ ও ৭.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ৫৯৪ কোটি ৩২ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৩.৫১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৫৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪.৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪.৩০ শতাংশ শেয়ার রয়েছে।