নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।
আজ শুক্রবার (১৩ মে) তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।
বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তার বাবার উত্তরসূরী হিসেবে তিনি দায়িত্ব নেন।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বাবা ১৯৭১ সাল থেকে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৪ সালের ২ নভেম্বর মারা যান তিনি।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের জন্ম ১৯৪৮ সালে। তিনি আবু ধাবির ১৬তম শাসক ও আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট। তিনি শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র।