নিজস্ব প্রতিবেদক: ভারতের বাজারে গমের দরে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশীয় বাজারে দামের ঊর্ধ্বগতি ঠেকাতে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।
তবে প্রতিবেশী ও খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে দেশটি।
আজ শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) বরাতে এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, যেসব বাণিজ্য চুক্তি হয়েছে, সেসবের চালান পাঠানো হবে। তবে শনিবার থেকে আন্তর্জাতিক কোনো ক্রেতার অর্ডার আর নেওয়া হবে না।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও ইউক্রেন গম রপ্তানিতে শীর্ষে রয়েছে। গত ফেব্রুয়ারিতে এই দুই দেশ যুদ্ধে জড়ালে কৃষ্ণসাগর অঞ্চলে গমের চালান আসা প্রায় বন্ধ হয়ে যায়। তখন দাম বাড়ে গমের।
ডিজিএফটি এক বিবৃতিতে জানিয়েছে, পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে পেঁয়াজবীজ রপ্তানির শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। এর আগে ভারতে পেঁয়াজবীজ রপ্তানি নিষিদ্ধ ছিল।