নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১ কোটি ১০ লাখ ডলারের দীর্ঘমেয়াদি ঋণ নেবে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ৯৫ কোটি ৩৭ লাখ টাকা (প্রতি ডলার ৮৬ টাকা ৭০ পয়সা হিসাবে)।
কোম্পানিটির দ্বিতীয় স্পিনিং ইউনিট (ব্লেন্ডেড ইয়ার্ন প্রকল্প) নির্মাণের জন্য এডিবি’র কাছে থেকে এই ঋণ নেওয়ার প্রস্তাব সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করা হয়।
এডিবি’র কাছ থেকে নেয়া ঋণের অর্থে দ্বিতীয় স্পিনিং ইউনিটের যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামাদি কিনে কারখানায় স্থাপন করা হবে। দেড় বছরের গ্রেস পিরিয়ডসহ এই ঋণের মেয়াদ সাত বছর। অর্ধবার্ষিক ভিত্তিতে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ও ডিউ ডিলিজেন্স চুক্তির শর্ত পরিপালন সাপেক্ষে এডিবি এ ঋণের অর্থ ছাড় করবে।
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এনভয় টেক্সটাইলসের আয় হয়েছে ৮৮৯ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৬০৫ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৫৮ পয়সায়।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এনভয় টেক্সটাইলসের আয় হয়েছে ৩৩৮ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২২৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ৫৬ লাখ টাকায়। এই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরে একই সময়ের তুলনায় ২৬৫ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা। এই বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এনভয় টেক্সটাইলস। এছাড়া সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে আলোচ্য অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা।
এনভয় টেক্সটাইল ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ৩৫৪ কোটি ১২ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৭.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.৫৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৭ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৬.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।