নিজস্ব প্রতিবেদক: সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলার আসামি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত।
আজ রোববার সকালে পি কে হালদার, গণেশ হালদার, স্বপন মৈত্র, উত্তম মৈত্র, ইমাম হোসেন, আমানা সুলতানাকে (শর্মী হালদার) আদালতে তোলা হলে কলকাতার আদালত এই নির্দেশনা দেন।
আদালতের বিচারক ১৭ মে পর্যন্ত পি কে হালদার, গণেশ হালদার, স্বপন মিত্র, উত্তম মিত্র ও ইমাম হোসেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে এবং আমানা সুলতানাকে (শর্মী হালদার) জেল হেফাজতের নির্দেশ দেন।
দেশটির গোয়েন্দা বিভাগ গত শনিবার পি কে হালদার ও তার সহযোগিদের গ্রেপ্তার করে আদালতে রিমান্ড আবেদন করে।
প্রসঙ্গত, বিপুল পরিমাণ অর্থ পাচারের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে শনিবার ভারতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর আরও পাঁচ সহযোগীকে। পি কে হালদারের বিরুদ্ধে বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও নয়ছয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।