নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির (বিইউপিএস) উদ্যোগে ‘ফার্মাবাজ’ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ মে) প্রধান অতিথি ছিলেন স্কুল অব ফার্মাসির ডিন অধ্যাপক ড. ইভা রহমান কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কুল অব ফার্মাসির ডেপুটি চেয়ারপারসন অধ্যাপক ড. হাসিনা ইয়াসমিন এবং বিইউপিএসের অ্যাডভাইজার সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিন।
বিইউপিএস কর্তৃক আয়োজিত ‘মায়ের ভাষায় মায়ের কাছে চিঠি লেখা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই বছরের নবগঠিত কার্যপরিষদের সদস্যদের নাম ঘোষণাসহ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ইতি টানা হয় এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিইউপিএসের নব নির্বাচিত সভাপতি রাগিব হাসান বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে আমাদের প্রোগ্রামের সঙ্গে নিজেদের যুক্ত করার জন্য। আরও ধন্যবাদ জানাই বিউপিএসের সব কলাকুশলীকে, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এমন একটি সুন্দর সমাবেশ আমরা করতে সক্ষম হয়েছি। আগামী দিনে সবার সহযোগিতা ও দোয়া চাই ক্লাবের সার্বিক উন্নয়ন সাধন করার জন্য।’
এর আগে অনুষ্ঠানে শুরুতে বিগত কার্যপরিষদের কার্যক্রমের একটি ভিডিও প্রেজেন্টেশন তুলে ধরা হয়। এরপর বিগত বছরের প্যানেল মেম্বারদের সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।