নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কোনও মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আর এই নিয়ে দেশে টানা ২৫ দিন ধরে করোনায় কেউ মারা যায়নি।
আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিলেন ২২ জন। এই নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনে।
গত ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। তাতে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন । আর দেশে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯হাজার ৪১৯ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৯০ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১৮টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৭৯ হাজার ২৪৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৪৭৭টি।