নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেই রোববার শুরু হয়েছে টেস্ট ম্যাচটি।
রোববার চট্টগ্রামের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এমন গরমের কঠিন পরিস্থিতিতেও সারাদিন রোদে পুড়ে গ্যালারিতে বসে টেস্ট ম্যাচ খেলা দেখেছেন দর্শকরা।
গ্যালারিতে যখন দর্শকরা গরমে পুড়ে তৃষ্ণায় কাতর হয়ে পড়ছিলেন, তখন দর্শকদের পানি নিয়ে সহায়তায় এগিয়ে গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
টেস্ট ম্যাচের লাঞ্চ ব্র্যকের পর যখন কুশল মেন্ডিসকে নিয়ে জুটি বাড়াচ্ছিলেন ম্যাথিউস, তখন লংঅফে বাউন্ডারি লাইনে ছিলেন তামিম ইকবাল। বাউন্ডারির কাছাকাছি ফিল্ডারদের পানি দিতে চক্রাকারে পুরো মাঠেই ঘুরে থাকেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা।
রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রদেরদ মধ্যে শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা কয়েক বোতল পানি নিয়ে সেদিকে এগোলে গ্যালারি থেকে পানি চেয়ে আবদার করছিলেন দর্শকরা। তাদের নিরাশ করেননি বাংলাদেশের এই দুই খেলোয়াড়।
তবে আর্দ্রতা অনেক বেশি থাকায় গরম অনুভূত হয়েছে ৩৭ ডিগ্রির মতো। শরীর থেকে ঝরেছে প্রচুর ঘাম। চট্টগ্রামে এমন আবহাওয়া থাকতে পারে পুরো টেস্ট ম্যাচেই।
প্রথম দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। ১১৪ ও ৩৪ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।