ঢাকা, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ২১ আষাঢ় ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
একসঙ্গে জ্বলে উঠেছে জিপি-রবি মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি সূচক টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় তিন মেগা কোম্পানি তিন কোম্পানির চমকে বেড়েছে সূচক ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন অবশেষে শেয়ারবাজারে আশার ঝলক মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি চীনে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে ইস্টার্ন কেবলস
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অর্থনীতি
Print

পি কে হালদারের দুর্নীতিতে পাঁচ প্রভাবশালীর নাম

নিজস্ব প্রতিবেদক : আর্থিক খাতে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত পি কে হালদারের দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লোপাটের নেপথ্যে সরকারি-বেসরকারি পর্যায়ের প্রভাবশালীদের হাত রয়েছে বলে দুর্নীতি কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। দেশের অতি গুরুত্বপূর্ণ আর্থিক খাতে তাঁর দুর্দান্ত প্রতাপ ও একচ্ছত্র ক্ষমতার উৎস ছিলেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, পি কে হালদারের অবিশ্বাস্য জালিয়াতিতে পৃষ্ঠপোষক ছিলেন বেসরকারি খাতের প্রভাবশালী এক ব্যক্তি। এখন পর্যন্ত তিনি আড়ালেই আছেন। সহযোগী হিসেবে আরও একজন ব্যবসায়ী ও সাবেক একজন অ্যাটর্নি জেনারেলের (প্রয়াত) নামও জানতে পেরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই রাঘববোয়ালকে খুঁজে বের করতে দুদকের তদন্ত অব্যাহত আছে।

এদিকে, কলকাতা থেকে পি কে হালদারকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাঁর দুর্নীতির মূল সহযোগীদের মুখোশ উন্মোচন করতে চায় দুদক।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি ও দুদকের ৩৫ মামলার আসামি পি কে হালদারকে গত ১৪ মে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং ও রিলায়েন্স ফাইন্যান্স থেকে প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে ওই ৩৫ মামলায়।

দুদকের তদন্তে পি কে হালদারের একচ্ছত্র ক্ষমতার উৎস হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর, এস এম মনিরুজ্জামান ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের নাম উঠে এসেছে।

দুদকের তদন্তে বেসরকারি খাতের শামসুল আলামিন রিয়েল এস্টেটের পরিচালক (অর্থ) আরেফিন শামসুল আলামিনের নামও এসেছে।

ভারতীয় গোয়েন্দারা ইতোমধ্যে জানিয়েছে, পি কে হালদার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে তাঁর দুর্নীতির নেপথ্যে থাকা কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন। দুদক আইনি প্রক্রিয়ায় ভারত সরকারের কাছ থেকে তাঁর ওই জবানবন্দি সংগ্রহ করবে বলে জানিয়েছে।

এদিকে, দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান সোমবার সাংবাদিকদের বলেছেন, আইনি প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ভারত থেকে পি কে হালদারকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পি কে হালদারের দুর্নীতির পেছনে যাঁদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় আনা হবে। তাঁরা যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

দুদকের ভারপ্রাপ্ত সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই দুর্নীতির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তারপরও তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না, জবাবে ভারপ্রাপ্ত সচিব বলেন, তাঁদের দুদক জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এর আগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পি কে হালদারের ক্ষমতার উৎস হিসেবে এস কে সুর ও শাহ আলমের নাম উল্লেখ করেছেন। জবানবন্দিতে পি কে হালদারের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ওই দুই কর্মকর্তার সখ্য ও দুর্নীতিতে যোগসাজশ সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি।

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এই এমডি জানান, সর্বদাই তাঁদের সুনজর ছিল পি কে হালদারের প্রতি। এর বিনিময় মূল্যও ছিল অনেক। একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের ঘটনার সময় ওই দুই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদারের অর্থ লোপাটের ঘটনার সময় শাহ আলম বাংলাদেশ ব্যাংকের ডিএফআইএম (ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেটিং) বিভাগের জিএমের দায়িত্বে ছিলেন। পরে তিনি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান।

তিনি জানান, ইন্টারন্যাশনাল লিজিং থেকে শাহ আলমকে প্রতি মাসে দুই লাখ টাকা দেওয়া হতো। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ থেকে ইন্টারন্যাশাল লিজিংয়ের কার্যক্রম বছরে দু'বার নিরীক্ষা হতো। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই রিপোর্ট নিজের মতো তৈরি করিয়ে নিতেন পি কে হালদার।

তিনি আরও জানান, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট বাংলাদেশ ব্যাংকের অডিট টিমকে প্রতিবারই ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এর বিনিময়ে অডিট টিম ইতিবাচক প্রতিবেদন দিয়েছিল। ২০১১ সালে পি কে হালদার রিলায়েন্সের এমডি ছিলেন। মূলত ওই সময় থেকেই তাঁর অপকর্ম শুরু হয়। তিনি ইচ্ছামতো গ্রাহকদের ট্রেড লাইসেন্স নিয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই এক দিনের মধ্যে ঋণ অনুমোদন ও বিতরণ করানোর ব্যবস্থা করে আত্মসাৎ করতেন। অনেক সময় গ্রাহক জানতেনও না যে তাঁর নামে ঋণ নেওয়া হয়েছে। এভাবে তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেন।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজস্বব্যবস্থাকে বদলে দেওয়ার ঘোষণা

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুঃসংবাদ

দেশে বাড়ছে বিদেশি বিনিয়োগ

এখন থেকে ই-টিনের পরিবর্তে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট

ব্যাংক খোলা থাকবে শনিবার

চর দেখতে ২০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সফর

২৫ হাজার কোটি টাকার নতুন নোট আসছে আজ

পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

বন্যার ক্ষতি দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

রফতানিতে বাংলাদেশের বড় সুখবর

একনেকে ২২১৬ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

সঞ্চয়পত্র বিক্রি অর্ধেকে নেমে এসেছে

অর্থনীতি - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • রাজস্বব্যবস্থাকে বদলে দেওয়ার ঘোষণা
  • একসঙ্গে জ্বলে উঠেছে জিপি-রবি
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • সূচক টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় তিন মেগা কোম্পানি
  • ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন
  • অবশেষে শেয়ারবাজারে আশার ঝলক
  • চীনে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে ইস্টার্ন কেবলস
  • বিক্রেতা উধাও ৩ কোম্পানির
  • এস ও এসের ৬০ শতাংশ শেয়ার কেনার চুক্তি এডিএন টেলিকমের
  • আবারও চীনে লকডাউনে কবলে ১৭ লাখ মানুষ
  • উজবেকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৮, আহত ২৪৩
  • সংকটে লেবানন, খাবার পাচ্ছে না ৯০ ভাগ পরিবার
  • ডিএসইর শীর্ষ তালিকায় দলছুট দুই কোম্পানি
  • ময়মনসিংহে বিনিয়োগ শিক্ষার কনফারেন্স করবে বিএসইসি
  • জিপির দুর্দিনে জ্বলে উঠেছে রবি
  • শেয়ারবাজার
  • একসঙ্গে জ্বলে উঠেছে জিপি-রবি
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • সূচক টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় তিন মেগা কোম্পানি
  • তিন কোম্পানির চমকে বেড়েছে সূচক
  • ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন
  • অবশেষে শেয়ারবাজারে আশার ঝলক
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি
  • চীনে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে ইস্টার্ন কেবলস
  • বিক্রেতা উধাও ৩ কোম্পানির
  • এস ও এসের ৬০ শতাংশ শেয়ার কেনার চুক্তি এডিএন টেলিকমের
  • সিটি ব্যাংকের ডিভিডেন্ড প্রেরণ
  • আজ স্পট মার্কেটে ৪ কোম্পানির লেনদেন শুরু
  • আজ দুই প্রতিষ্ঠানের লেনদেন চালু
  • শেয়ারবাজার থেকে ১৬ কোম্পানি সংগ্রহ করবে ১১শ’ কোটি টাকা
  • শক্তিমত্তার শেষ ধাপে মেঘনা ইন্সুরেন্স!
  • ডাচ্-বাংলা ব্যাংকের সাথে রবির বড় ঋণ চুক্তি
  • ডিএসইর শীর্ষ তালিকায় দলছুট দুই কোম্পানি
  • ময়মনসিংহে বিনিয়োগ শিক্ষার কনফারেন্স করবে বিএসইসি
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution