নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতুর টোল নির্ধারণ করেছে সরকার। সেতু পারাপারের জন্য যানবাহনভেদে টোল ঠিক করা হয়েছে সর্বনিম্ন এক’শ টাকা থেকে ছয় হাজার টাকার বেশি।
মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে।
এতে দেখা যায়, বর্তমানে ফেরিতে নদী পারাপারে যে হারে মাশুল দিতে হয়, সেতুতে তা প্রায় দেড় গুণ বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা সেতু পাড়ি দিতে মোটর সাইকেলকে দিতে হবে ১০০ টাকা। ফেরিতে এই খরচ ৭০ টাকা।
সেতুতে পারাপারের জন্য প্রাইভেট কার ও সাধারণ জিপে টোল ঠিক করা হয়েছে ৭৫০ টাকা। ফেরিতে বর্তমানে এই ধরনের গাড়ি পারাপারে দিতে হচ্ছে ৫০০ টাকা।
মাইক্রোবাস পারাপারে ফেরিতে লাগে ৮৬০ টাকা। সেটি বাড়িয়ে সেতুতে করা হয়েছে এক হাজার ৩০০ টাকা।
পিকআপ ও বিলাসবহুল জিপ পারাপারে বর্তমানে দিতে হচ্ছে ৮০০ টাকা। সেটি বাড়িয়ে করা হয়েছে এক হাজার ২০০ টাকা।
৩১ আসন বা এর কম আসনের ছোট বাসের জন্য দিতে হবে এক হাজার ১৪০০ টাকা। ফেরিতে এসব গাড়িকে দিতে হচ্ছে ৯৫০ টাকা।