ঢাকা, বুধবার, ১৭ আগস্ট ২০২২, ২ ভাদ্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বন্ধ উত্থানের বাজারে দুই খাতের পিছুটান ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » শেয়ারবাজার
Print

বাধ্যতামূলক ছুটিতে গেলেন ডিএসইর জিএম আসাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই ছয় কর্মকর্তার মধ্যে বাধ্যতামূলক ছুটিতে গেলেন মহাব্যবস্থাপক (জিএম) ও কোম্পানি সচিব মো. আসাদুর রহমান।

আজ মঙ্গলবার (১৭ মে) থেকে রোববার (২৯ মে) পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন বলে ডিএসইর এক অফিস সার্কুলারে বলা হয়েছে।

এই সময়ে তার দায়িত্ব পালন করবেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান।

যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, তারা হলেন- ডিএসইর মহাব্যবস্থাপক (জিএম) মো. সামিউল ইসলাম ও মো. আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র ম্যানেজার মো. রনি ইসলাম ও মো. পাঠান (হারুনুর রশিদ পাঠান)।

এই ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ৩০ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ডিএসইর কর্মকর্তারা বলছেন, ডিএসইর প্রত্যেক কর্মকর্তা বছরে ১৫ দিন বা ১০ কার্যদিবস বাধ্যতামূলক ছুটি নিতে পারেন। তারই আলোকে মো. আসাদুর রহমান বাধ্যতামূলক ছুটি নিয়েছেন।

মো. আসাদুর রহমানের বাধ্যতামূলক ছুটি নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার বলেন, তিনি বাধ্যতামূলক ছুটিতে যাননি, তিনি স্বাভাবিক ছুটিতে গেছেন। যদিও ছুটির সার্কুলারে ‘মেন্ডেটরি লিভ’ লেখা আছে।

বিএসই সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মো. সামিউল ইসলাম, মো. আসাদুর রহমান, মো. শফিকুর রহমান, মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, মো. রনি ইসলাম ও মো. পাঠান এই ছয় কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে চলতি বছরের ১০ এপ্রিল বিএসইসিতে একটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এরমধ্যে ডিএসইর জিএম মো. সামিউল ইসলামের বিষয়ে অভিযোগ করা হয়েছে, তিনি ২০০১ সালে তার পরিচিত লোকের কাছে তথ্যপাচার করেছেন। এজন্য তাকে সার্ভেইল্যান্স ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীকালে অ্যাডমিনে থাকাকালীন তার এবং তার স্ত্রীর নামে হাউসে অ্যাকাউন্ট খুলে ব্যবসা করার অভিযোগ ওঠে। অফিস থেকে ডিএসই কর্মীদের ব্যবসায় যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞা এলে এই দম্পতি নিজেদের নামের ব্যাংক অ্যাকাউন্টগুলো ক্লোজ করে বাসার কাজের বুয়ার নামে অ্যাকাউন্ট খুলে ব্যবসা চালিয়ে যায়। মূলত, অফিসের চোখে ধুলো দিতেই এমন কৌশল নেন তারা।

এরপর রাজধানীর নিকুঞ্জ এলাকায় নতুন অফিস নির্মাণে বরাদ্দ দেওয়া হলে সেটি বাস্তবায়নের দায়িত্ব পড়ে সামিউল ইসলামের ওপর। এই সুযোগ কাজে লাগিয়ে অফিসের রড চুরি করে স্ত্রীর নামে উত্তরায় একটি ছয়তলা ভবন নির্মাণ করেন তিনি। নিকুঞ্জে অফিসের কাজে বিমগুলোতে রড কম দেওয়া হয়েছে বলে জানালেও দ্রুতই এ অভিযোগ ধামাচাপা পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা করা এবং অফিসের মালামাল চুরির দায়ে তাকে অফিস থেকে বের করে দেওয়ার কথা উঠলেও শেষ পর্যন্ত কিছু প্রভাবশালী সদস্যের কারণে দাপটের সঙ্গে বহাল তবিয়তেই থেকে যান সামিউল।

এই কর্মকর্তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি সাভারে একটি বেভারেজ লিমিটেড কোম্পানি করেছেন। বিভিন্ন হাউসে তার ব্যাপক ক্ষমতা, ব্যবসা তো রয়েছে। একই সঙ্গে ক্রেস্ট সিকিউরিটিস লিমিটেডের ৫০ শতাংশ শেয়ার তার। একজন চাকুরিজীবী হয়ে তিনি এতো টাকা কোথায় পেলেন, তা জানতে তাকে দুদকে তলব করা হয়েছিল। কিন্তু এখানেও কথিত প্রভাবশালী সদস্যরা তাকে বাঁচিয়ে দেন।

ডিএসইর অন্য এক জিএম মো. আসাদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি জিএম হওয়ার পর এমনই ক্ষমতার অপব্যবহার করেছেন যে, নিজের বেতন দ্বিগুণ করে নিয়েছেন। যেখানে অন্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে তিনিও অফিস এবং অফিসের বাইরে নারীসঙ্গ নিয়ে ব্যস্ত থাকেন।

ডিজিএম মো. শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, সামিউল ও আসাদুরের অপকর্ম কোনো অনলাইন পত্রিকায় প্রকাশ হলে তখন তিনি (শফিকুর রহমান) সাংবাদিকের সঙ্গে কথা বলে পরবর্তীসময়ে আর এই ধরনের প্রতিবেদন প্রকাশ না করার জন্য উৎকোচ হিসেবে টাকা দিতেন।

অন্য ডিজিএম মো. সফিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি লিস্টিং ডিপার্টমেন্টে থাকাকালীন রাহিমা ফুড নিয়ে জালিয়াতির পরিপ্রেক্ষিতে তার চাকরি হারানোর কথা। কিন্তু অদৃশ্য কোনো এক শক্তির প্রভাবে তাকে লিস্টিং থেকে মনিটরিং ডিপার্টমেন্টে স্থানান্তর করা হয়। এ ডিপার্টমেন্টে আসার পর ক্ষমতাধর সদস্যদের হাউসগুলো নামেমাত্র ইন্সপেকশন করা হতো। হাউসের নেগেটিভ ব্যাল্যান্স থাকলেও তা পসিটিভ করে পাঠাতো বিএসইসিতে।

ডিএসইর সিনিয়র ম্যানেজার মো. রনি ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি মেম্বারশিপ ডিপার্টমেন্টে থাকাবস্থায় হাউসে তার একটা ওয়ার্ক স্টেশন ছিল এবং হাউস বিক্রি ও অথোরাইজ নিয়োগে মানুষের কাছ থেকে তিনি টাকা নিতেন।

আরেক সিনিয়র ম্যানেজার মো. পাঠানের বিরুদ্ধে অভিযোগ, তিনি অ্যাকাউন্টসে থাকাবস্থায় এফডিআর ও ডিপোজিট চেচের জন্য ক্লাইন্টের কাছ থেকে টাকা নিতেন। যা মারাত্মক ভায়োলেশন। অথচ প্রভাবশালীদের হস্তক্ষেপে এ কর্মকর্তাও বহাল তবিয়তে থাকেন।

শেয়ারনিউজ, ১৭ মে ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বন্ধ

উত্থানের বাজারে দুই খাতের পিছুটান

উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার

জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার

উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন

শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক

ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন

শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার

মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার

মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি

শেয়ারবাজার - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুতো
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • মা হতে চলেছেনবিপাশা বসু
  • কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছে সোয়া ৪ লাখ অভিবাসী
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সরকারের ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার বেশি
  • যুদ্ধের মধ্যে তেল বেচে সৌদি আরামকোর দ্বিগুণ লাভ
  • শেয়ারবাজার
  • আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বন্ধ
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান পাঁচ কোম্পা‌নির
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি
  • পদ্মা অয়েলের সাথে এশিয়াটিক অয়েলের চুক্তি সই
  • দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সি অ্যান্ড এ টেক্সটাইলের পরীক্ষমূলক উৎপাদন শুরু
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution