নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডকে অধিগ্রহণ করছে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেডকে ইয়াকিন পলিমার অধিগ্রহণে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে।
ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড ইয়াকিন পলিমারের উদ্যোক্তাদের ধারণকৃত ৩০.৫২ শতাংশ শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা দরে কিনে নিয়ে কোম্পানিটিকে অধিগ্রহণ করবে। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার। স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার কেনাবেচা হবে।
কোম্পানিটিকে অধিগ্রহণে বিএসইসির শর্তগুলো হলো-
ক্যাপিটা প্যাকেজিংয়ের নামে শেয়ার স্থানান্তরের পর নতুন পর্ষদ করা হবে। পর্ষদের প্রত্যেক সদস্যের কমপক্ষে ২ শতাংশ শেয়ার থাকতে হবে। একই সাথে পরিচালকরা সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ করবেন।
নির্দেশনা জারির ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তরের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির ঋণের বোঝা কমাতে উদ্যোগ নিবে নতুন পর্ষদ। একই সাথে কোম্পানির বর্তমানে ৩৩ কোটি ৯৫ লাখ টাকার ব্যাংক ঋণের দায়ভারও গ্রহণ করবে নতুন পর্ষদ।
শেয়ার হস্তান্তর হওয়ার দুই মাসের মধ্যে ক্রেতাদেরকে কোম্পানিটির উৎপাদন চালু করার নিশ্চয়তা দিতে হবে।