ঢাকায় আসছেন শিল্পা শেঠি
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।
এক ভিডিও বার্তার মাধ্যমে শিল্পা শেঠি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৮ জুলাই 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে হাজির হবেন শিল্পা শেঠি।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া ওই অনুষ্ঠানে সেরাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন শিল্পা শেঠি। শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়ে মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজু সংবাদ মাধ্যমকে জানান, ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন।’
এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |