নিজস্ব প্রতিবেদক: শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন বাংলাদেশ।
আজ বুধবার (১৮ মে) শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই বিপাকে পড়ে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কান শিবিরে দুইটি আঘাত হেনেছে টাইগাররা। শ্রীলঙ্কা এখনও ২৯ রানে পিছিয়ে থাকায় জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার ১ বল ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। ওসাদে ফার্নান্দো ১৯ রান করে তাইজুলের দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা লাসিথ এমবুলডেনিয়াকেও ২ রানে বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। টেস্ট বাঁচাতে শেষদিন সকালে নামবেন ১৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং তার সঙ্গী হবেন কুশল পেরেরা।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিম ও মুশফিকের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়েন মুশি।