নিজস্ব প্রতিবেদক: পুলিশ কনস্টেবল কবির হোসেনের স্ত্রীর অধিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া আক্তার নামের এক গৃহবধূ।
আজ বুধবার (১৮ মে) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সোনিয়া আক্তার মির্জাপুরের আগছাওয়ালী গ্রামের সরোয়ার মিয়ার মেয়ে ও ধনবাড়ী উপজেলার আমনগ্রামের আব্দুল মোতালেবের ছেলে পুলিশ কনস্টেবল মো. কবির হোসেনের দ্বিতীয় স্ত্রী।
বর্তমানে কবির হোসেন মিরপুর-১৪ পুলিশ লাইন্সে কর্মরত রয়েছেন।
সোনিয়া আক্তার সংবাদ সম্মেলনে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এক বছর আগে সোনিয়ার আক্তারের সাথে কবির হোসেনের পরিচয় হয়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কবির হোসেন তা গোপন করে দুই পরিবারের সদস্যদের নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি সোনিয়া আক্তারকে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর কবির হোসেন তার বাড়িতে না নিয়ে সোনিয়ার বাবার বাড়িতেই রেখে দেয়। এভাবে তাদের সংসার চলতে থাকে। কবির পদন্নোতির কথা বলে কয়েক দফায় স্বর্ণালংকার বিক্রি করে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেয়া হয়।
কবিরদের বাড়িতে সোনিয়াকে নিতে বললে সে নানা তালবাহানা শুরু করে।