নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল মিডিয়ায় নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে বেশ কয়েকবার সমালোচিত অভিনেত্রী সানাই মঙ্গলবার (৩১ মে) ফেসবুকে নিজের স্ট্যাটাস দিয়ে বিয়ের পর স্বামীর হাত ধরতে চান।
আজ সানাই এক স্ট্যাটাসে লিখেছেন, 'আর সেই হাত সমাজ ছাড়া আমার সব কিছু নিয়ে গেছে। সেই হাতটা সারাজীবন ধরে রাখতে চাই। গত এক বছর ধরে অভিনয় থেকে সরে এসেছেন সমালোচিত এই অভিনেত্রী।
একজন অনুতপ্ত সানাইয়ের নিজের স্ট্যাটাসের অর্থ হতে পারে তার অতীতের কাজগুলো ঠিক ছিল না। তার কর্মকান্ড জেনে সে তার স্বামীকে বিয়ে করে সারাজীবন তার হাত ধরে রাখতে চায়। সানাই তার অবস্থানে তার জন্য দোয়া করেন এবং শীঘ্রই ওমরাহ করার ইচ্ছা প্রকাশ করেন।
গত শুক্রবার (২৬ মে) গোপনে বিয়ে করেন এই অভিনেত্রী। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি সানাই। সংবাদে না থেকে তার নানা কর্মকাণ্ডে বেশি সমালোচিত হয়েছেন।