ঢাকা, বুধবার, ১৭ আগস্ট ২০২২, ২ ভাদ্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বন্ধ উত্থানের বাজারে দুই খাতের পিছুটান ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অনুসন্ধানী
Print

শেয়ারবাজারের গতি ফেরাতে বাজেটে আসছে তিন সুখবর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের গতি ফেরাতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তিন সুখবর থাকছে। এগুলো হলো- করপোরেট হার হ্রাস, অপ্রর্দশিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ এবং শেয়ারবাজারে নতুন কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহিতকরণ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে আলোচ্য তিন সুযোগ দেওয়া হলে শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এতে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আকৃষ্ট হবে এবং বাজারের স্থিতিশীলতা আসবে।।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটে করপোরেট কর হার কমানো, অপ্রর্দশিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ এবং ডলারের সংকট মেটাতে রপ্তানি পণ্যের জন্য রাখা হচ্ছে বিশেষ প্রণোদনা; যার বেশিরভাগই পাবে তৈরি পোশাক ও ওষুধ খাতের কোম্পানিগুলো।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, করপোরেট কর কমানো এবং অপ্রর্দশিত অর্থ বিনিয়োগের সুবিধাসহ বেশি কিছু বিষয় বাজেটে রাখার জন্য প্রস্তাব করেছি। দেশের অর্থনীতি, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে আমরা সরকারের কাছে এই প্রস্তাব রেখেছি, আশা করছি বিষয়গুলো বাজেটে থাকবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, করপোরেট কর কমানো সুখবর। তবে ঢালাওভাবে না কমিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে বেশি সুবিধা দিতে হবে। এতে ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।

তিনি বলেন, কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার পর খুব বেশি অর্থ শেয়ারবাজারে যে আসছে তা নয়, তবে মনস্তাত্ত্বিকভাবে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ডলারের সংকট মেটাতে রপ্তানি পণ্যের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

এনবিআর সূত্র বলছে, আসন্ন বাজেটে করপোরেট কর ২.৫০ শতাংশ কমানো হতে পারে। এক্ষেত্রে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ১০ শতাংশের বেশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে ছাড়তে হবে। পাশাপাশি বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত নগদ ব্যয় ও বিনিয়োগ ছাড়া সব ধরনের লেনদেন ব্যাংক হিসাবের মাধ্যমে করতে হবে।

বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ কোম্পানির কর হার ২২.৫০ শতাংশ থেকে আড়াই শতাংশ কমে ২০ শতাংশ করা হতে পারে। এক ব্যক্তির মালিকানার কোম্পানির কর ২৫ শতাংশ থেকে কমে ২২.৫০ শতাংশ করা হতে পারে।

সূত্রমতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সেবাদানকারী কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৩৭.৫০ শতাংশ। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের করহার ৩৭. ৫০ শতাংশ রয়েছে। এছাড়া সিগারেট, বিড়ি, জর্দাসহ তামাকজাত কোম্পানির ৪৫ শতাংশ এবং মোবাইল অপারেটরদের কর হার ৪৫ শতাংশ। সেখান থেকে আড়াই শতাংশ কমিয়ে ৪২.৫০ শতাংশ করা হতে পারে।

এদিকে, চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সময়ে বিনা প্রশ্নে শেয়ারবাজারে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সময়ে ২৮৬ জন বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়েছেন।

বিদায়ী অর্থবছরে প্রত্যাশা অনুসারে বিনিয়োগকারীরা কালো টাকা বিনিয়োগ না করায় নতুন অর্থবছর থেকে সাধারণ ক্ষমার (ট্যাক্স অ্যামনেস্টি) সুবিধা বাতিল করছে সরকার। তবে ২০২২-২৩ অর্থবছর থেকে আয়কর অধ্যাদেশের ১৯(ই) ধারা অনুযায়ী, নির্ধারিত করের অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিয়ে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো প্রশ্ন করবে না এমন সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীদের আর ন্যূনতম এক বছর শেয়ারবাজারে বিনিয়োগ ধরতে রাখতে হবে এই নিয়ম থাকছে না। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের বিধানও মানতে হবে না।

অপরদিকে, ডলার ও বৈশ্বিক সংকট মোকাবিলা করে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৮ হাজার ৩০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে। যা আগের বছরের জন্য ছিল ৭ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে ৪৭৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে। রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়া এবং ওষুধ খাতসহ ৪২টি পণ্যের কারখানাগুলো এই সুবিধা পাবে। এতে ডলারের সংকটের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির

অর্ধবার্ষিকীতে ক্যাশ ফ্লো কমেছে ১৪ বিমার

অর্ধবার্ষিকীতে ক্যাশ ফ্লো বেড়েছে ২৩ বিমার

এক মাসে শেয়ারবাজার ছেড়েছে ২ লাখের বেশি বিনিয়োগকারী

ইতিহাসে এক নতুন অধ্যায়: শেয়ারবাজারে আসছে ৩ লাখ কোটি টাকার বন্ড

মুনাফা কমেছে বিমা খাতের ২০ কোম্পানির

অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ২০ বিমা কোম্পানির

অর্ধবার্ষিকে৮ ব্যাংকের ক্যাশ ফ্লো নেগেটিভ

অর্ধবার্ষিকেক্যাশ ফ্লো কমেছে ১২ ব্যাংকের

অর্ধবার্ষিকেক্যাশ ফ্লো বেড়েছে ১৩ ব্যাংকের

আর্থিক খাতে মুনাফা বেড়েছে ৪২ শতাংশ কোম্পানির

ক্যাশ ফ্লো কমেছে খাদ্য খাতের ১০ কোম্পানির

অনুসন্ধানী - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুতো
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • মা হতে চলেছেনবিপাশা বসু
  • কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছে সোয়া ৪ লাখ অভিবাসী
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সরকারের ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার বেশি
  • যুদ্ধের মধ্যে তেল বেচে সৌদি আরামকোর দ্বিগুণ লাভ
  • শেয়ারবাজার
  • আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের লেনদেন বন্ধ
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান পাঁচ কোম্পা‌নির
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি
  • পদ্মা অয়েলের সাথে এশিয়াটিক অয়েলের চুক্তি সই
  • দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সি অ্যান্ড এ টেক্সটাইলের পরীক্ষমূলক উৎপাদন শুরু
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution