নিজস্ব প্রতিবেদক: যক্ষ্মায় আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর নতুন করে ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বর্তমানে এ রোগে বছরে ২৯ হাজার জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (২ জুন) তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার শুরুতে দেশে কোনো ইনস্টিটিউট ছিল না, এখন প্রতিটি বড় রোগের ইনস্টিটিউট আছে। দেশে মাতৃমৃত্যুর হার কমেছে। গড় আয়ু বেড়েছে। করোনা মোকাবিলায় সফল হয়ে ভ্যাকসিন হিরোতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আটটি বিভাগে মেডিকেল কলেজ রয়েছে। আমাদের অনেক ইনস্টলেশন এবং সরঞ্জাম আছে। আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা অনেক ভালো। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্রপাতি মেরামতের অভাব রয়েছে। তিনি বলেন, ‘আমাদের এখনও অনেক পথ যেতে হবে। অনেক কাজ করতে হবে। আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও আছে। আমরা স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে হাসপাতাল নির্মাণসহ অনেক প্রকল্প হাতে নিয়েছি।